Ajker Patrika
সাক্ষাৎকার

মাদক নির্মূলে জোর : আব্দুর রউফ

মাদক নির্মূলে জোর : আব্দুর রউফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য (এমপি) হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ। ভোটযুদ্ধে তিনি হারিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে। অবশ্য এর আগে আরেক দফায় এই আসনের এমপি ছিলেন আব্দুর রউফ। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনী আসন নিয়ে পরিকল্পনা ও রাজনীতি নিয়ে কথা বলেছেন তিনি।

বিজয়ের পেছনে সাধারণ মানুষের অবদানের কথা উল্লেখ করে এমপি আব্দুর রউফ বলেন, ‘আমি অতীতেও সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। সে সময় আমার কর্মকাণ্ড দেশের মানুষ দেখেছে। আমি এমপি থাকাকালীন কুমারখালী ও খোকসা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছি। ৯৫ ভাগ রাস্তাঘাটের কাজ সম্পন্ন হয়েছে। এই কারণেই ভোটাররা আমাকে নির্বাচন করতে বলেন।’

দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করায় ভবিষ্যতে কোনো বাধার সম্মুখীন হতে পারেন কি না, জানতে চাইলে আব্দুর রউফ বলেন, ‘দলীয় প্রতীকের বাইরে আমার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তার ৯৫ ভাগই আওয়ামী লীগের। দুই থানায় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও জেলার নেতারা আমার পেছনে কাজ করেছেন। সুতরাং, কোনো বিভাজন বা খারাপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রশ্নই ওঠে না।’

বর্তমান রাজনীতিতে পদ-পদবিতে পিছিয়ে থাকার কারণ হিসেবে এই সংসদ সদস্য বলেন, ‘১৯৯৬ সালে আমি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। তার আগে আমি জেলা যুবলীগের দায়িত্ব পালন করেছি। আমার সময়ে যে আওয়ামী লীগে আসেইনি, সে যদি জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেয়, তাহলে সেই কমিটির অধীনে আমি কী হব? তাহলে সদস্য পদই আমার জন্য সব থেকে ভালো।’

নির্বাচনী এলাকা নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে আব্দুর রউফ বলেন, ‘যে উন্নয়নকাজগুলো কুমারখালী-খোকসায় বাকি আছে, সেগুলো এই মেয়াদেই শেষ করব। মাদকাসক্তির হাত থেকে যুবসমাজকে রক্ষার চেষ্টা থাকবে। শিক্ষার মানোন্নয়নেও কাজ করতে চাই। নির্বাচনী এলাকায় রাস্তাঘাটের যেসব কাজ বাকি আছে, সেগুলোও আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত