শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা প্রায় ২২ হাজার। এগুলোর মধ্যে গরুর সংখ্যা ১৫ হাজার; মহিষ, ভেড়া ও ছাগলের সংখ্যা প্রায় ৭ হাজার। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোরবানি উপলক্ষে উপজেলার বিভিন্ন খামার এবং ব্যক্তি পর্যায়ে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করা হয়। স্থানীয়ভাবে চিটাগাং রেট কেটল, সিন্ধি, শাহি ওয়াল, ফিজিয়ান, ব্রাহমা ও দেশি জাতের গরুসহ বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, মহিষ পালন করা হয়। উপজেলায় ৭১০টির বেশি পশুর খামার রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডিজাইন অ্যাগ্রো ফার্ম, ময়না ডেইরি ফার্ম, ফাইভ স্টার অ্যাগ্রো ফার্ম ও জিআর অ্যাগ্রো ফার্ম। এসব খামারে ঈদুল আজহার কোরবানির জন্য পশুর সংখ্যা প্রায় ২২ হাজার। এগুলোর মধ্যে খামারে রয়েছে ১১ হাজার ৭৪৭টি গরু। ব্যক্তিপর্যায়ে পালিত গরু রয়েছে ৩ হাজারের বেশি। এ ছাড়া ৭ হাজারের বেশি মহিষ, ভেড়া ও ছাগল রয়েছে।
খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছর করোনার কারণে ভালো দাম পাননি। এবার ভালো দাম পাবেন বলে আশা তাঁদের।
উপজেলার টেংরা গ্রামের ডিজাইন অ্যাগ্রো ফার্মের মালিক রাজিউল হাসান বলেন, গত দুই বছর করোনার কারণে লাভের মুখ দেখতে পারেননি গরুর খামারিরা। এবার গোখাদ্যের দাম বাড়তি থাকায় লাভ কম হতে পারে। এ ছাড়া শ্রমিকের মজুরিও এবার বেশি। ফলে লাভের অংশ নানাভাবে কমে যাবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুকনুজ্জামান পলাশ জানান, উপজেলায় বিভিন্ন খামার এবং ব্যক্তি পর্যায়ে ২২ হাজার কোরবানির পশু রয়েছে। নিয়মিত ফার্ম পরিদর্শন করে খোঁজখবর রাখছেন। আর লাম্পি স্কিন ডিজিজ একধরনের ভাইরাসজনিত রোগ। কয়েক দিন চিকিৎসা দিলে সেরে যায়। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা প্রায় ২২ হাজার। এগুলোর মধ্যে গরুর সংখ্যা ১৫ হাজার; মহিষ, ভেড়া ও ছাগলের সংখ্যা প্রায় ৭ হাজার। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোরবানি উপলক্ষে উপজেলার বিভিন্ন খামার এবং ব্যক্তি পর্যায়ে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করা হয়। স্থানীয়ভাবে চিটাগাং রেট কেটল, সিন্ধি, শাহি ওয়াল, ফিজিয়ান, ব্রাহমা ও দেশি জাতের গরুসহ বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, মহিষ পালন করা হয়। উপজেলায় ৭১০টির বেশি পশুর খামার রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডিজাইন অ্যাগ্রো ফার্ম, ময়না ডেইরি ফার্ম, ফাইভ স্টার অ্যাগ্রো ফার্ম ও জিআর অ্যাগ্রো ফার্ম। এসব খামারে ঈদুল আজহার কোরবানির জন্য পশুর সংখ্যা প্রায় ২২ হাজার। এগুলোর মধ্যে খামারে রয়েছে ১১ হাজার ৭৪৭টি গরু। ব্যক্তিপর্যায়ে পালিত গরু রয়েছে ৩ হাজারের বেশি। এ ছাড়া ৭ হাজারের বেশি মহিষ, ভেড়া ও ছাগল রয়েছে।
খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছর করোনার কারণে ভালো দাম পাননি। এবার ভালো দাম পাবেন বলে আশা তাঁদের।
উপজেলার টেংরা গ্রামের ডিজাইন অ্যাগ্রো ফার্মের মালিক রাজিউল হাসান বলেন, গত দুই বছর করোনার কারণে লাভের মুখ দেখতে পারেননি গরুর খামারিরা। এবার গোখাদ্যের দাম বাড়তি থাকায় লাভ কম হতে পারে। এ ছাড়া শ্রমিকের মজুরিও এবার বেশি। ফলে লাভের অংশ নানাভাবে কমে যাবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুকনুজ্জামান পলাশ জানান, উপজেলায় বিভিন্ন খামার এবং ব্যক্তি পর্যায়ে ২২ হাজার কোরবানির পশু রয়েছে। নিয়মিত ফার্ম পরিদর্শন করে খোঁজখবর রাখছেন। আর লাম্পি স্কিন ডিজিজ একধরনের ভাইরাসজনিত রোগ। কয়েক দিন চিকিৎসা দিলে সেরে যায়। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে