Ajker Patrika

জাহাজ চলাচল অনিশ্চিত ভোগান্তি পর্যটকদের

শাহীন শাহ, টেকনাফ (কক্সবাজার) 
জাহাজ চলাচল অনিশ্চিত ভোগান্তি পর্যটকদের

পর্যটন মৌসুম যায় যায় অবস্থা। তারপরেও কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি মেলেনি। ফলে চলতি পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

১ অক্টোবর থেকে জাহাজ চলাচলের কথা থাকলেও মিয়ানমারের উত্তেজনা ও নাব্যতা-সংকটের কারণে এই পথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবি জাহাজ কর্তৃপক্ষ ও প্রশাসনের।

কক্সবাজার ও চট্টগ্রাম থেকে একটি করে জাহাজ চলাচল করলেও ভোগান্তি ও হয়রানির মুখে পড়েন পর্যটকেরা। চলতি সপ্তাহে তা চরমে পৌঁছেছে বলে অভিযোগ পর্যটকদের।

প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য-পরিবেশ ও স্থানীয়দের কথা বিবেচনা করে মূলত এমন উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যথায় সেন্ট মার্টিন দ্বীপ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন, চট্টগ্রাম-সেন্ট মার্টিন ও টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১০টি জাহাজ চলাচল করে। এসব জাহাজে প্রতিদিন প্রায় ১০ হাজার পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণ করতেন। তবে এবার মিয়ানমারে সীমান্তে অস্থিতিশীল অবস্থা ও নাব্যতা-সংকটের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। শুধু বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার-সেন্ট মার্টিন আর চট্টগ্রাম-সেন্ট মার্টিনে দুটি জাহাজ চলাচল করছে।

জানা গেছে, গত মৌসুম থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। জাহাজ কর্তৃপক্ষ বলছে, প্রতিবছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেয় সরকার। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো অনুমোদন মেলেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ওই দুটি জাহাজে পর্যটকদের হয়রানি ও ভোগান্তি নিয়ে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে 
যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা পাওয়া যায়নি। সে হিসেবে চলতি বছরে জাহাজ চলাচলের নিশ্চয়তা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত