রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতারাসহ স্থানীয় লোকজন ওই ভবনের রংয়ের কাজ আটকে দেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবনের কাঁচা প্লাস্টার না শুকাতেই ভবন রং করার কাজ শুরু করেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানালেও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা বা ঠিকাদার প্রতিষ্ঠান কাজ চালিয়েই যাচ্ছিল। তাই বাধ্য হয়ে উপজেলা নির্মাণশ্রমিকের নেতারাসহ স্থানীয় লোকজন দায়িত্বরত প্রকৌশলীকে কাজটি আপাতত বন্ধ রাখতে বলেন। রং করার উপযোগী হলেই কাজ শুরু করার দাবি জানান তাঁরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও নির্মাণশ্রমিক নেতা জাকারিয়া হাবীব ডন বলেন, ‘ভবনটির প্লাস্টারের কাজ শেষ হয়েছে সবেমাত্র, এর মধ্যেই রং করার প্রাথমিক কাজ শুরু হচ্ছে। তাও আবার চক পাউডার মিশিয়ে। এটা তো নিয়মের মধ্যে পড়ে না। ভবনের প্লাস্টারের ৯০ দিন পরে সাধারণত রঙের কাজ করতে হয়। তাই আমরা প্রকৌশলীকে কাজ বন্ধ রাখতে অনুরোধ করেছি।’
রঙের কাজে নিয়োজিত থাকা পীরগঞ্জ উপজেলার মিস্ত্রি হবিবর রহমান হবি বলেন, ‘কাঁচা প্লাস্টার তাই সিলারের সঙ্গে একটু চক পাউডার মিশিয়ে কাজ করছি।’
এ বিষয়ে জানতে ঠিকাদার সাদেকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল ধরেননি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘আমি এখানে মৌখিক নির্দেশে দায়িত্বে রয়েছি। এখানে যিনি ছিলেন তিনি ছুটিতে রয়েছেন। ভবনের রঙে কাজ কী হচ্ছে বা কীভাবে হবে, প্লাস্টারের কত দিনের মধ্যে হবে, তা জানা নেই।’
ছুটিতে থাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ভবনে রঙের কাজ বন্ধ করতে বলা হয়েছে। প্লাস্টার না শুকানো পর্যন্ত কাজ হবে না।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতারাসহ স্থানীয় লোকজন ওই ভবনের রংয়ের কাজ আটকে দেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবনের কাঁচা প্লাস্টার না শুকাতেই ভবন রং করার কাজ শুরু করেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানালেও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা বা ঠিকাদার প্রতিষ্ঠান কাজ চালিয়েই যাচ্ছিল। তাই বাধ্য হয়ে উপজেলা নির্মাণশ্রমিকের নেতারাসহ স্থানীয় লোকজন দায়িত্বরত প্রকৌশলীকে কাজটি আপাতত বন্ধ রাখতে বলেন। রং করার উপযোগী হলেই কাজ শুরু করার দাবি জানান তাঁরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও নির্মাণশ্রমিক নেতা জাকারিয়া হাবীব ডন বলেন, ‘ভবনটির প্লাস্টারের কাজ শেষ হয়েছে সবেমাত্র, এর মধ্যেই রং করার প্রাথমিক কাজ শুরু হচ্ছে। তাও আবার চক পাউডার মিশিয়ে। এটা তো নিয়মের মধ্যে পড়ে না। ভবনের প্লাস্টারের ৯০ দিন পরে সাধারণত রঙের কাজ করতে হয়। তাই আমরা প্রকৌশলীকে কাজ বন্ধ রাখতে অনুরোধ করেছি।’
রঙের কাজে নিয়োজিত থাকা পীরগঞ্জ উপজেলার মিস্ত্রি হবিবর রহমান হবি বলেন, ‘কাঁচা প্লাস্টার তাই সিলারের সঙ্গে একটু চক পাউডার মিশিয়ে কাজ করছি।’
এ বিষয়ে জানতে ঠিকাদার সাদেকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল ধরেননি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘আমি এখানে মৌখিক নির্দেশে দায়িত্বে রয়েছি। এখানে যিনি ছিলেন তিনি ছুটিতে রয়েছেন। ভবনের রঙে কাজ কী হচ্ছে বা কীভাবে হবে, প্লাস্টারের কত দিনের মধ্যে হবে, তা জানা নেই।’
ছুটিতে থাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ভবনে রঙের কাজ বন্ধ করতে বলা হয়েছে। প্লাস্টার না শুকানো পর্যন্ত কাজ হবে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে