মো. মামুনুর রহমান, টাঙ্গাইল
‘প্রতিদিনই পণ্যের দাম বাড়ছে। বাজারে এলেই মাথা ঘোরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। বাজারে সবকিছুর দাম চড়া। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলে না। এমন অবস্থায় আমরা চলব কীভাবে?’ কেনাকাটার সময় নিজের অসহায়ত্বের কথা এভাবেই বলছিলেন টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান মিয়া।
অনেকটা একই সুরে কথা বলেন টাঙ্গাইল টেক্সটাইল কলেজের দুই শিক্ষার্থী আব্দুল করিম ও নাজমুল। তাঁরা জানান, মেসে থেকে লেখাপড়া করছেন। জিনিসপত্রের দাম বাড়ায় নিত্য জীবনে প্রভাব পড়েছে। আগে যেখানে সপ্তাহে দুই দিন মুরগির মাংস খেতেন, দাম বাড়ার কারণে এখন এক দিন খেতে হবে।
টাঙ্গাইল শহরের পার্কবাজার, বটতলা, ছয়আনী বাজারে গিয়ে কথা হয় ক্রেতাদের সঙ্গে। ক্রেতারা জানান, এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ টাকা। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২১০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এর আগে লেয়ার মুরগির দাম ছিল ২৮০ টাকা। কক মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩২০ টাকা। এর আগে কক মুরগির দাম ছিল ২০০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরু মাংস ও খাসির দাম। গরু বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি এবং খাসি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজিতে।
এদিকে প্রতি হালি ডিমের দামও বেড়েছে। বয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালিতে। এর আগে প্রতি হালি ডিমের দাম ছিল ৪০ টাকা। দেশি ও হাঁসের ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এর আগে দাম ছিল ৫০ টাকা। ৫ টাকা বেড়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। ১০ টাকা বেড়ে আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
অপরদিকে প্রতি কেজি চালে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি, বিআর ২৯ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়।
পার্ক বাজারের মুরগি ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় মুরগির ট্রাকের ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম বস্তা প্রতি ৫০০ টাকা বেড়েছে। ফলে মুরগির দামও বাড়ানো হয়েছে।
ডিম বিক্রেতা মোজাফ্ফর হোসেন বলেন, প্রতিটি ডিমের হালিতে গড়ে ১০ টাকা বেড়েছে। তার ওপর চাহিদা অনুযায়ী ডিম পাওয়া যাচ্ছে না।
বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, ‘ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য যেন বিক্রি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। প্রতিনিয়ত বাজার মনিটর করা হচ্ছে। প্রয়োজন পড়লে মনিটরিং আরও বাড়ানো হবে।’
‘প্রতিদিনই পণ্যের দাম বাড়ছে। বাজারে এলেই মাথা ঘোরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। বাজারে সবকিছুর দাম চড়া। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলে না। এমন অবস্থায় আমরা চলব কীভাবে?’ কেনাকাটার সময় নিজের অসহায়ত্বের কথা এভাবেই বলছিলেন টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান মিয়া।
অনেকটা একই সুরে কথা বলেন টাঙ্গাইল টেক্সটাইল কলেজের দুই শিক্ষার্থী আব্দুল করিম ও নাজমুল। তাঁরা জানান, মেসে থেকে লেখাপড়া করছেন। জিনিসপত্রের দাম বাড়ায় নিত্য জীবনে প্রভাব পড়েছে। আগে যেখানে সপ্তাহে দুই দিন মুরগির মাংস খেতেন, দাম বাড়ার কারণে এখন এক দিন খেতে হবে।
টাঙ্গাইল শহরের পার্কবাজার, বটতলা, ছয়আনী বাজারে গিয়ে কথা হয় ক্রেতাদের সঙ্গে। ক্রেতারা জানান, এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ টাকা। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২১০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এর আগে লেয়ার মুরগির দাম ছিল ২৮০ টাকা। কক মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩২০ টাকা। এর আগে কক মুরগির দাম ছিল ২০০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরু মাংস ও খাসির দাম। গরু বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি এবং খাসি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজিতে।
এদিকে প্রতি হালি ডিমের দামও বেড়েছে। বয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালিতে। এর আগে প্রতি হালি ডিমের দাম ছিল ৪০ টাকা। দেশি ও হাঁসের ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এর আগে দাম ছিল ৫০ টাকা। ৫ টাকা বেড়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। ১০ টাকা বেড়ে আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
অপরদিকে প্রতি কেজি চালে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি, বিআর ২৯ চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়।
পার্ক বাজারের মুরগি ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় মুরগির ট্রাকের ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম বস্তা প্রতি ৫০০ টাকা বেড়েছে। ফলে মুরগির দামও বাড়ানো হয়েছে।
ডিম বিক্রেতা মোজাফ্ফর হোসেন বলেন, প্রতিটি ডিমের হালিতে গড়ে ১০ টাকা বেড়েছে। তার ওপর চাহিদা অনুযায়ী ডিম পাওয়া যাচ্ছে না।
বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, ‘ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য যেন বিক্রি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। প্রতিনিয়ত বাজার মনিটর করা হচ্ছে। প্রয়োজন পড়লে মনিটরিং আরও বাড়ানো হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে