মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
কালবৈশাখী ঝড়ে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝোড়ো বাতাসে ধানগাছ নুইয়ে পড়ে মাটির সঙ্গে এক হয়ে গেছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় হতাশ কৃষকেরা। এ ছাড়া ভুট্টা, তরকারি, শাকসবজি, কাঁচা মরিচ, ঘর বাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের স্বপ্ন যেন গুড়েবালি হয়েছে কালবৈশাখীর তাণ্ডবে। ধান পরিপুষ্ট হয়ে পাকার আগেই মাটিতে পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাধ্য হয়েই ধান কাটতে হচ্ছে কৃষকদের। সময়ের আগে ধান কাটার ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। আবহাওয়ার এ অবস্থায় একই সঙ্গে মাঠে ফসল কাটা শ্রমিকেরও সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে বেশি দামে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে কৃষকদের। আধা পাকা ধান মাটিতে নুয়ে পড়ে যাওয়া ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে এ অবস্থায় ফসলহানির ভয়ে আধা পাকা ধান কাটতে হচ্ছে কৃষকদের।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতার খাগুরিয়া গ্রামের কৃষক রুহুল আমিন মোল্লা, মহিউদ্দিন, রবিউল জানান, ধানের যে অবস্থা তাতে কেটে কোন লাভ নেই। এক কানি ধান কাটতে খরচ ৭ থেকে ৮ হাজার টাকা। ফলন হবে ১৮ থেকে ২৫ মণ। আর ধানের ৯০০ থেকে ১০০০ টাকা মণ। কিন্তু সব মিলিয়ে ধানের উৎপাদন খরচ প্রতি মন ১৪০০ থেকে ১৫০০ টাকা। আবার এমন দুর্যোগে ক্ষতির সম্মুখীন হলে কৃষকেরা নিরুপায় হয়ে যায়। মূলত গরুর খড়ের জন্য এখন খেতে যাওয়া লাগে। নাইলে গেলাম না অনে। এভাবেই জানালেন তারা কষ্টের কথা।
ওটারচর গ্রামের কৃষক আতাউর রহমান সরকার বলেন, তিনি ৪ বিঘা জমিতে ব্রি-৯২, হাইব্রিড ও ব্রি-১০০ ধানের আবাদ করেছে। সবেমাত্র ধান কাটার প্রস্তুতি নিয়েছে তিনি। কিন্তু বুধবার সকালে বাতাসের কারণে ১ বিঘা জমির ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ধান ঝরে পড়ে গেছে। এ অবস্থায় ফলনের বিপর্যয়সহ লোকসানের আশঙ্কা করছেন কৃষক আতাউর রহমান সরকার। তিনি প্রতি বিঘায় প্রায় ৪ থেকে ৫ মণ ধান কম হবে বলে জানান।
সাদুল্যাপুর গ্রামের শরীফ জানান, আমি ৪ বিঘায় ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯ আবাদ করি কিন্তু ব্রি ২৮ মাটিতে লুটিয়ে পড়েছে।
সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন জানান, বুধবার সকালে বড় আকারের কালবৈশাখীর ঝড় হওয়ার কারণে ঘরবাড়ি সহ ফসলের অনেক ক্ষতি হয়েছে।
মতলব উত্তর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীর ঝড়ে ঘরবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষক ফসল ঠিকঠাক মত ঘরে তুলতে পারলে ক্ষতির পরিমাণটা হয়তো এত ব্যাপক হবে না।
কালবৈশাখী ঝড়ে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝোড়ো বাতাসে ধানগাছ নুইয়ে পড়ে মাটির সঙ্গে এক হয়ে গেছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় হতাশ কৃষকেরা। এ ছাড়া ভুট্টা, তরকারি, শাকসবজি, কাঁচা মরিচ, ঘর বাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের স্বপ্ন যেন গুড়েবালি হয়েছে কালবৈশাখীর তাণ্ডবে। ধান পরিপুষ্ট হয়ে পাকার আগেই মাটিতে পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাধ্য হয়েই ধান কাটতে হচ্ছে কৃষকদের। সময়ের আগে ধান কাটার ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। আবহাওয়ার এ অবস্থায় একই সঙ্গে মাঠে ফসল কাটা শ্রমিকেরও সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে বেশি দামে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে কৃষকদের। আধা পাকা ধান মাটিতে নুয়ে পড়ে যাওয়া ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে এ অবস্থায় ফসলহানির ভয়ে আধা পাকা ধান কাটতে হচ্ছে কৃষকদের।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতার খাগুরিয়া গ্রামের কৃষক রুহুল আমিন মোল্লা, মহিউদ্দিন, রবিউল জানান, ধানের যে অবস্থা তাতে কেটে কোন লাভ নেই। এক কানি ধান কাটতে খরচ ৭ থেকে ৮ হাজার টাকা। ফলন হবে ১৮ থেকে ২৫ মণ। আর ধানের ৯০০ থেকে ১০০০ টাকা মণ। কিন্তু সব মিলিয়ে ধানের উৎপাদন খরচ প্রতি মন ১৪০০ থেকে ১৫০০ টাকা। আবার এমন দুর্যোগে ক্ষতির সম্মুখীন হলে কৃষকেরা নিরুপায় হয়ে যায়। মূলত গরুর খড়ের জন্য এখন খেতে যাওয়া লাগে। নাইলে গেলাম না অনে। এভাবেই জানালেন তারা কষ্টের কথা।
ওটারচর গ্রামের কৃষক আতাউর রহমান সরকার বলেন, তিনি ৪ বিঘা জমিতে ব্রি-৯২, হাইব্রিড ও ব্রি-১০০ ধানের আবাদ করেছে। সবেমাত্র ধান কাটার প্রস্তুতি নিয়েছে তিনি। কিন্তু বুধবার সকালে বাতাসের কারণে ১ বিঘা জমির ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ধান ঝরে পড়ে গেছে। এ অবস্থায় ফলনের বিপর্যয়সহ লোকসানের আশঙ্কা করছেন কৃষক আতাউর রহমান সরকার। তিনি প্রতি বিঘায় প্রায় ৪ থেকে ৫ মণ ধান কম হবে বলে জানান।
সাদুল্যাপুর গ্রামের শরীফ জানান, আমি ৪ বিঘায় ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯ আবাদ করি কিন্তু ব্রি ২৮ মাটিতে লুটিয়ে পড়েছে।
সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন জানান, বুধবার সকালে বড় আকারের কালবৈশাখীর ঝড় হওয়ার কারণে ঘরবাড়ি সহ ফসলের অনেক ক্ষতি হয়েছে।
মতলব উত্তর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীর ঝড়ে ঘরবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষক ফসল ঠিকঠাক মত ঘরে তুলতে পারলে ক্ষতির পরিমাণটা হয়তো এত ব্যাপক হবে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে