নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা বলেন, পরিবার থেকে নারীর প্রতি সম্মানের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহ যখন হয়, তখন তা একটি পরিবার থেকেই হয়। তাই বাল্যবিবাহ নিজেদের পরিবারেই প্রথম রোধ করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে যাওয়ার পরও নারী নির্যাতন কমছে না, বরং নির্যাতনের ধরন বদলাচ্ছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে নাগরিক সংগঠন জন উদ্যোগ, খুলনার আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ নিয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাসনা হেনা।
সভায় নারীনেত্রীরা জানান, বর্তমানে খুলনা শহরের বেশির ভাগ অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা বেহাল। ফলে স্কুলগুলোতে আসা অধিকাংশ শিক্ষার্থী টয়লেট ব্যবহার করতে চায় না। তবে বেশি অনীহা দেখায় মেয়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা এভাবে টয়লেট ব্যবহার থেকে বিরত থাকলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ কেন্দ্রীভূতকরণেও সমস্যা হয়। জেলায় বাল্যবিবাহের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বেড়েছে।
বক্তারা আরও বলেন, মা, বোন, অর্ধাঙ্গিনী ছাড়াও অনেক পরিচয় বহনকারী এ মানুষগুলো আমাদের সমাজের নানা ক্ষেত্রে নিপীড়িত ও অবহেলিত। সমাজে নারীদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অপদস্থ হতে হচ্ছে। প্রাচীন আমলের বিভিন্ন সামাজিক প্রথা, কুসংস্কার এমনকি লোকলজ্জার ভয় কাটিয়ে নারী এখন পুরুষের পাশাপাশি পথ চলতে শুরু করেছে। কিন্তু এ সময়ে এসেও পথেঘাটে, বাসে-ট্রেনে এমনকি বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলেও নারীরা ব্যাপক হারে নির্যাতিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন জন উদ্যোগ, খুলনার নারী সেলের আহ্বায়ক শামীমা সুলতানা শীলু। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।
মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, সোনালি দিন প্রতিবন্ধী সংস্থার সভাপতি ইসরাত আরা হিরা, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, কারিশমা চৌধুরী, লতা রানি, মুক্তা জামান, মোস্তাফিজুর রহমান, ফারহানা রহমান, জয় বৈদ্য, সুমাইয়া আক্তার রুশা প্রমুখ।
খুলনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা বলেন, পরিবার থেকে নারীর প্রতি সম্মানের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহ যখন হয়, তখন তা একটি পরিবার থেকেই হয়। তাই বাল্যবিবাহ নিজেদের পরিবারেই প্রথম রোধ করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে যাওয়ার পরও নারী নির্যাতন কমছে না, বরং নির্যাতনের ধরন বদলাচ্ছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে নাগরিক সংগঠন জন উদ্যোগ, খুলনার আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ নিয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন হাসনা হেনা।
সভায় নারীনেত্রীরা জানান, বর্তমানে খুলনা শহরের বেশির ভাগ অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা বেহাল। ফলে স্কুলগুলোতে আসা অধিকাংশ শিক্ষার্থী টয়লেট ব্যবহার করতে চায় না। তবে বেশি অনীহা দেখায় মেয়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা এভাবে টয়লেট ব্যবহার থেকে বিরত থাকলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। পাশাপাশি শ্রেণিকক্ষে মনোযোগ কেন্দ্রীভূতকরণেও সমস্যা হয়। জেলায় বাল্যবিবাহের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বেড়েছে।
বক্তারা আরও বলেন, মা, বোন, অর্ধাঙ্গিনী ছাড়াও অনেক পরিচয় বহনকারী এ মানুষগুলো আমাদের সমাজের নানা ক্ষেত্রে নিপীড়িত ও অবহেলিত। সমাজে নারীদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অপদস্থ হতে হচ্ছে। প্রাচীন আমলের বিভিন্ন সামাজিক প্রথা, কুসংস্কার এমনকি লোকলজ্জার ভয় কাটিয়ে নারী এখন পুরুষের পাশাপাশি পথ চলতে শুরু করেছে। কিন্তু এ সময়ে এসেও পথেঘাটে, বাসে-ট্রেনে এমনকি বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলেও নারীরা ব্যাপক হারে নির্যাতিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন জন উদ্যোগ, খুলনার নারী সেলের আহ্বায়ক শামীমা সুলতানা শীলু। সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন।
মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, সোনালি দিন প্রতিবন্ধী সংস্থার সভাপতি ইসরাত আরা হিরা, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, কারিশমা চৌধুরী, লতা রানি, মুক্তা জামান, মোস্তাফিজুর রহমান, ফারহানা রহমান, জয় বৈদ্য, সুমাইয়া আক্তার রুশা প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে