Ajker Patrika

নিখাদ সাহিত্যসভায় উচ্ছ্বাস

যশোর প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০১: ৩৯
নিখাদ সাহিত্যসভায় উচ্ছ্বাস

দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের প্রাণের মেলায় পরিণত হয়েছে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব। যশোরের আরআরএফ টার্কে আয়োজিত এ উৎসবে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল শুক্রবার ৮টি সেশনে আড্ডা, আলোচনা, গান ও কবিতায় সময় কাটান দুই শতাধিক কবি-সাহিত্যিক। স্বরচিত গল্প-কবিতা পাঠের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহিত্য, জীবন ও কর্ম নিয়েও আলোচনা করেন তাঁরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক কবি-প্রাবন্ধিক মোহাম্মদ হারুন উর-রশিদ বলেন, ‘কবিরাই সত্যপথের নির্দেশ দেন। সবকিছু আমাদের চারপাশেই আছে। কিন্তু আমরা দেখতে পাই না। কবিরা তা দেখিয়ে দেন। এই সাহিত্য উৎসবের মাধ্যমে কবি-সাহিত্যিকেরা পারস্পরিক ভাববিনিময় করে তাঁরা নিজেরা যেমন সমৃদ্ধ হবেন; তেমনি তাঁদের মাধ্যমে সাহিত্যও সমৃদ্ধ হবে।’

অনুষ্ঠানের উদ্বোধক দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, এই সভাটি সত্যিকারের নিখাদ সাহিত্যসভা। এখানে আমলা নেই, মন্ত্রী নেই। যাঁরা আছেন, সবাই কবি-সাহিত্যিক। দেশ ও দেশের বাইরে থেকে যশোরের এই সাহিত্য উৎসবে প্রাণের টানে তাঁরা এসেছেন। যশোরে এমন আয়োজন সাহিত্যচর্চার পরিধিকে আরও বাড়িয়ে দেবে।

স্বাগত বক্তব্যে পূর্ব-পশ্চিমের নির্বাহী সম্পাদক খায়রুল কবীর চঞ্চল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পূর্ব-পশ্চিম বাংলা ভাষার শিল্প-সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ-ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দুই দিনের এই সাহিত্য উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার কবি-সাহিত্যিকেরা যুক্ত হয়েছেন। দেশ-বিদেশের দুই শতাধিক কবি-সাহিত্যিক এই প্রাণের উচ্ছ্বাসে মেতেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, কথাসাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন, কবি আসাদ মান্নান ও কবি জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন নেপালের সাহিত্যিক ভীশ্মা উপ্রেত। সভাপতিত্ব করেন পূর্ব-পশ্চিমের সিনিয়র সম্পাদক আশরাফ জুয়েল। বক্তব্য দেন পূর্ব-পশ্চিম সম্পাদক অমিত গোস্বামী ও ইকবাল রাশেদীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত