যশোর প্রতিনিধি
দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের প্রাণের মেলায় পরিণত হয়েছে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব। যশোরের আরআরএফ টার্কে আয়োজিত এ উৎসবে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল শুক্রবার ৮টি সেশনে আড্ডা, আলোচনা, গান ও কবিতায় সময় কাটান দুই শতাধিক কবি-সাহিত্যিক। স্বরচিত গল্প-কবিতা পাঠের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহিত্য, জীবন ও কর্ম নিয়েও আলোচনা করেন তাঁরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক কবি-প্রাবন্ধিক মোহাম্মদ হারুন উর-রশিদ বলেন, ‘কবিরাই সত্যপথের নির্দেশ দেন। সবকিছু আমাদের চারপাশেই আছে। কিন্তু আমরা দেখতে পাই না। কবিরা তা দেখিয়ে দেন। এই সাহিত্য উৎসবের মাধ্যমে কবি-সাহিত্যিকেরা পারস্পরিক ভাববিনিময় করে তাঁরা নিজেরা যেমন সমৃদ্ধ হবেন; তেমনি তাঁদের মাধ্যমে সাহিত্যও সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানের উদ্বোধক দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, এই সভাটি সত্যিকারের নিখাদ সাহিত্যসভা। এখানে আমলা নেই, মন্ত্রী নেই। যাঁরা আছেন, সবাই কবি-সাহিত্যিক। দেশ ও দেশের বাইরে থেকে যশোরের এই সাহিত্য উৎসবে প্রাণের টানে তাঁরা এসেছেন। যশোরে এমন আয়োজন সাহিত্যচর্চার পরিধিকে আরও বাড়িয়ে দেবে।
স্বাগত বক্তব্যে পূর্ব-পশ্চিমের নির্বাহী সম্পাদক খায়রুল কবীর চঞ্চল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পূর্ব-পশ্চিম বাংলা ভাষার শিল্প-সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ-ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দুই দিনের এই সাহিত্য উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার কবি-সাহিত্যিকেরা যুক্ত হয়েছেন। দেশ-বিদেশের দুই শতাধিক কবি-সাহিত্যিক এই প্রাণের উচ্ছ্বাসে মেতেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, কথাসাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন, কবি আসাদ মান্নান ও কবি জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন নেপালের সাহিত্যিক ভীশ্মা উপ্রেত। সভাপতিত্ব করেন পূর্ব-পশ্চিমের সিনিয়র সম্পাদক আশরাফ জুয়েল। বক্তব্য দেন পূর্ব-পশ্চিম সম্পাদক অমিত গোস্বামী ও ইকবাল রাশেদীন।
দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের প্রাণের মেলায় পরিণত হয়েছে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব। যশোরের আরআরএফ টার্কে আয়োজিত এ উৎসবে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল শুক্রবার ৮টি সেশনে আড্ডা, আলোচনা, গান ও কবিতায় সময় কাটান দুই শতাধিক কবি-সাহিত্যিক। স্বরচিত গল্প-কবিতা পাঠের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহিত্য, জীবন ও কর্ম নিয়েও আলোচনা করেন তাঁরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক কবি-প্রাবন্ধিক মোহাম্মদ হারুন উর-রশিদ বলেন, ‘কবিরাই সত্যপথের নির্দেশ দেন। সবকিছু আমাদের চারপাশেই আছে। কিন্তু আমরা দেখতে পাই না। কবিরা তা দেখিয়ে দেন। এই সাহিত্য উৎসবের মাধ্যমে কবি-সাহিত্যিকেরা পারস্পরিক ভাববিনিময় করে তাঁরা নিজেরা যেমন সমৃদ্ধ হবেন; তেমনি তাঁদের মাধ্যমে সাহিত্যও সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানের উদ্বোধক দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, এই সভাটি সত্যিকারের নিখাদ সাহিত্যসভা। এখানে আমলা নেই, মন্ত্রী নেই। যাঁরা আছেন, সবাই কবি-সাহিত্যিক। দেশ ও দেশের বাইরে থেকে যশোরের এই সাহিত্য উৎসবে প্রাণের টানে তাঁরা এসেছেন। যশোরে এমন আয়োজন সাহিত্যচর্চার পরিধিকে আরও বাড়িয়ে দেবে।
স্বাগত বক্তব্যে পূর্ব-পশ্চিমের নির্বাহী সম্পাদক খায়রুল কবীর চঞ্চল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পূর্ব-পশ্চিম বাংলা ভাষার শিল্প-সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশ-ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দুই দিনের এই সাহিত্য উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার কবি-সাহিত্যিকেরা যুক্ত হয়েছেন। দেশ-বিদেশের দুই শতাধিক কবি-সাহিত্যিক এই প্রাণের উচ্ছ্বাসে মেতেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, কথাসাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন, কবি আসাদ মান্নান ও কবি জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন নেপালের সাহিত্যিক ভীশ্মা উপ্রেত। সভাপতিত্ব করেন পূর্ব-পশ্চিমের সিনিয়র সম্পাদক আশরাফ জুয়েল। বক্তব্য দেন পূর্ব-পশ্চিম সম্পাদক অমিত গোস্বামী ও ইকবাল রাশেদীন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে