পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও আমিনপুর থানার ওসি রওশন আলমের সরকারি মোবাইল নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার সব প্রার্থীকে ফোন করে টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আমিনপুর ও সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আমিনপুর থানার রানীনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জি এম তৌফিকুল আলম পিযুষ বলেন, তিনি ফোন পেয়েছিলেন। ওই নম্বর থেকে তাঁর কাছে ১ লাখ টাকা চাওয়া হয়। তবে তিনি টাকা না দিয়ে বিষয়টি পুলিশকে জানান।
মানিকহাট ইউনিয়নের নৌকার প্রার্থী শফিউল ইসলাম খান বলেন, ওসির নম্বর থেকে তাঁর কাছেও ফোন আসে। তিনি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। পরে থানায় গিয়ে ওসিকে ফোন দেওয়ার কারণ জানতে চাইলে নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি জানাজানি হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কিছু দুষ্কৃতকারী তাঁর সরকারি মোবাইল ফোনের নম্বর ক্লোন করে বুধবার সকাল থেকে উপজেলার সব চেয়ারম্যান প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। এ ঘটনা কয়েকজন প্রার্থী থানায় এসে জানালে বিষয়টি জানতে পারেন।
আমিনপুর থানার ওসি রওশন আলম বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে দুই থানায় একটি জিডি করা হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব প্রার্থীর কাছ থেকে এভাবে তাঁদের নম্বর ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি দুঃখজনক বলে মনে করেন তিনি।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, একটি অসাধু চক্র আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের ফোন করে নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলে অবৈধভাবে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।
মহিবুল ইসলাম খান আরও বলেন, পাবনা জেলা পুলিশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংকল্পবদ্ধ। নির্বাচন-সংক্রান্ত কারও সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এবং কেউ এ ধরনের প্রস্তাব দিলে ফোনটি কেটে দিয়ে ওই নম্বরে কলব্যাক করুন, তাহলে তাঁর পরিচয় নিশ্চিত হতে পারবেন। এ ধরনের কল পেলে তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।
পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও আমিনপুর থানার ওসি রওশন আলমের সরকারি মোবাইল নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার সব প্রার্থীকে ফোন করে টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আমিনপুর ও সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আমিনপুর থানার রানীনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জি এম তৌফিকুল আলম পিযুষ বলেন, তিনি ফোন পেয়েছিলেন। ওই নম্বর থেকে তাঁর কাছে ১ লাখ টাকা চাওয়া হয়। তবে তিনি টাকা না দিয়ে বিষয়টি পুলিশকে জানান।
মানিকহাট ইউনিয়নের নৌকার প্রার্থী শফিউল ইসলাম খান বলেন, ওসির নম্বর থেকে তাঁর কাছেও ফোন আসে। তিনি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। পরে থানায় গিয়ে ওসিকে ফোন দেওয়ার কারণ জানতে চাইলে নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি জানাজানি হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কিছু দুষ্কৃতকারী তাঁর সরকারি মোবাইল ফোনের নম্বর ক্লোন করে বুধবার সকাল থেকে উপজেলার সব চেয়ারম্যান প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। এ ঘটনা কয়েকজন প্রার্থী থানায় এসে জানালে বিষয়টি জানতে পারেন।
আমিনপুর থানার ওসি রওশন আলম বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে দুই থানায় একটি জিডি করা হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব প্রার্থীর কাছ থেকে এভাবে তাঁদের নম্বর ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি দুঃখজনক বলে মনে করেন তিনি।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, একটি অসাধু চক্র আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের ফোন করে নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলে অবৈধভাবে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।
মহিবুল ইসলাম খান আরও বলেন, পাবনা জেলা পুলিশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংকল্পবদ্ধ। নির্বাচন-সংক্রান্ত কারও সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এবং কেউ এ ধরনের প্রস্তাব দিলে ফোনটি কেটে দিয়ে ওই নম্বরে কলব্যাক করুন, তাহলে তাঁর পরিচয় নিশ্চিত হতে পারবেন। এ ধরনের কল পেলে তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে