Ajker Patrika

মন্ত্রণালয় বললে হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মন্ত্রণালয় বললে হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি—তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন দাবি প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে। এটুকু তথ্য নিশ্চিত করা হয়েছে।’ 

আর শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা তাঁর বিষয় নয়। তবে আইন মন্ত্রণালয় বললে তিনি ভারতকে চিঠি দেবেন। 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে গতকাল রোববার এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

তৌহিদ হোসেন জানান, প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে দেশটির কাছ থেকে সহযোগিতাও চাইবেন তাঁরা। 

বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কেবল একদিকের, এটা মনে করা ঠিক হবে না। 

সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করাই লাভজনক, এমনটি উল্লেখ করে তিনি বলেন, শত্রুতা করে কোনো লাভ হবে না। 

ভারত, চীন, আমেরিকা, দক্ষিণ এশিয়া ও ইউরোপের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় সরকার। 

গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়কার সম্পর্ককে ভারত ‘সোনালি অধ্যায়’ বিবেচনা করেছে। আর শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটি উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে দেখছে, আজকের পত্রিকার এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা তো অস্বীকার করা যাবে না, দুই সরকারের মধ্যে ভালো সম্পর্ক ছিল।... মানুষের একটি বড় অংশের মধ্যে ধারণা জন্মেছে যে, আমাদের স্বার্থ রক্ষা করা হয়নি। এটা অস্বীকার করার কোনো মানে নেই।’ 

দেশের স্বার্থ রক্ষার বিষয়টি মানুষের কাছে দৃশ্যমান হওয়ার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, ‘মানুষ যেন ভাবে ভারত আমাদের বন্ধু, আমরা সেদিকেই সম্পর্ক নিয়ে যেতে চাই। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। আমরা চাইব, ভারত এক্ষেত্রে আমাদের সহযোগিতা করুক।’ 

গত ১৫ বছরে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো পুনর্মূল্যায়ন করা হবে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘দেখতে হবে চুক্তিগুলোর কোনটা কোন পর্যায়ে আছে। অঙ্গীকারের ক্ষেত্রে বড় কোনো ব্যত্যয় করতে পারব না।’ 

৫২ কর্মীর মুক্তির উদ্যোগ 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বাংলাদেশের যে ৫২ শ্রমিক গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মুক্তির জন্য দেশটির সঙ্গে যোগাযোগ করা হবে, এমনটি জানান উপদেষ্টা। 

সরকারের চার অ্যাজেন্ডা 
অন্তর্বর্তী সরকার কী করতে চায়, সে বিষয় একটি বিস্তৃত কর্মসূচি আসবে, এমনটি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনীতিতে গতি আনা, রাষ্ট্র সংস্কারের একটি রোডম্যাপ তৈরি ও তার বাস্তবায়ন, যতটা পারা যায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নেওয়া—এই চার লক্ষ্যে কাজ চলছে। 

সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় কারণে নয় 
তৌহিদ হোসেন বলেন, সংখ্যালঘুদের ওপর কিছু হামলা হয়েছে। একই ধরনের আক্রমণ পাশে মুসলমানের ঘরেও হয়েছে। এসব হামলা ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে। রাজনৈতিক অথবা ধর্মীয় যেকোনো কারণেই হোক, এগুলো যারা করেছে, তাদের দলমত না দেখে বিচারের আওতায় আনা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত