Ajker Patrika

পা দিয়ে লিখে স্বপ্ন ছোঁয়ার চেষ্টা ওর

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
পা দিয়ে লিখে স্বপ্ন ছোঁয়ার চেষ্টা ওর

চার হাত পায়ের তিনটিই অপূর্ণ ও অকেজো। তুলনামূলকভাবে কিছুটা ভালো রয়েছে একটি পা। সেই পায়ের ওপর নির্ভর করে বিদ্যালয়ে পড়াশোনা করছে কিশোরী আয়েশা সিদ্দীকা (১৩)। বাবা হুইলচেয়ারে করে প্রতিদিন বিদ্যালয়ে আনা-নেওয়া করেন। আর পায়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আয়েশা।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাররদীয়া পূর্বপাড়ার একটি প্রান্তিক কৃষিজীবী পরিবারের সন্তান আয়েশা। তার পিতার নাম কামরুজ্জামান। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সে। কানেও কিছুটা কম শোনে। কথাবার্তায়ও কিছুটা অস্পষ্টতা আছে। নারান্দী আলাউদ্দীন নূরানী বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী আয়েশা। প্রতিদিন তার বাবা হুইলচেয়ার ঠেলে বিদ্যালয়ে নিয়ে যান, আবার ছুটি শেষে একইভাবে তাকে বাড়ি নিয়ে আসা হয়।

কামরুজ্জামান বলেন, প্রথম শ্রেণি থেকেই এ নিয়মে চলছে আয়েশা। বেঞ্চে বসতে না পারায় ক্লাসের ভেতরে মাদুর বিছিয়ে বসে ক্লাসে অংশ নেয় আয়েশা।

অদম্য এই আয়েশা সিদ্দীকা জানায়, শত কষ্টের মাঝেও পড়ালেখা করবে সে। আর লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা তার। সব অপারগতাকে কেবল ইচ্ছাশক্তির জোরে জয় করে চলেছে এই কিশোরী।

নারান্দী আলাউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, পড়ালেখার প্রতি তার আগ্রহ আছে। আব্দুল হালিম আরও জানান, আয়েশা সিদ্দীকার ব্যাপারে তাঁদের পক্ষ থেকে পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ