Ajker Patrika

শাল্লায় ৯ জনের মনোনয়ন প্রত্যাহার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৫
শাল্লায় ৯ জনের মনোনয়ন প্রত্যাহার

শাল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করেন।

এর মধ্যে হবিবপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী তিনজন ও আটগাঁও ইউপিতে সদস্য প্রার্থী একজন। বাহাড়া ইউপিতে দুজন চেয়ারম্যান প্রার্থী ও শাল্লা ইউপিতে তিনজন চেয়ারম্যান প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন এ চার ইউপির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খান ও জয়নাল আবেদীন।

হবিবপুর ইউপিতে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন জগদীশ দাস, আফিজুল ইসলাম ও তপন কান্তি দাস। আটগাঁও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম। বাহাড়া ইউপিতে বিধান চৌধুরী, তকবীর হোসেন। শাল্লা ইউপিতে জামান চৌধুরী, আব্দুল গণি ও শফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন।

হবিবপুর ও আটগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবীর খান বলেন, ‘যাঁরা বৈধ হলেন আজ সোমবার তাঁদের প্রতীক বরাদ্দ করব। এরপর থেকে তারা প্রচারণা চালাতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত