কামাল হোসেন, কয়রা (খুলনা)
কয়রা-পাইকগাছা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের মাধ্যমে ২৩টি প্রকল্পের ২৪ কোটি ১৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পান। মেয়াদ বাড়িয়েও এর মধ্যে ২০টি প্রকল্পের কাজ শেষ হয়নি। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে সংসদ সদস্য নিজেই ঠিকাদার হওয়ায় উন্নয়ন প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা যথাযথ তদারকি করতে পারছেন না। এতে তাঁরাও বিব্রত।
সংসদ সদস্য হওয়ার আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আক্তারুজ্জামান বাবু। একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে এই নেতা জেলা আওয়ামী লীগের সদস্য। উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এই পাঁচ বছরে মেসার্স জামান এন্টারপ্রাইজ কয়রায় ৬টি প্রকল্পের ৬ কোটি ৮৮ লাখ ১৭ হাজার ৮৬৯ টাকা ও পাইকগাছায় ১৭টি প্রকল্পের ১৭ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ২০৩ টাকার কাজ পায়। এর বাইরেও প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মেয়াদ বাড়ে, কাজ শেষ হয় না কয়রার উত্তর বেদকাশী বড়বাড়ি বাজার থেকে কয়রা পুকুরপাড় পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ করছে মেসার্স জামান এন্টারপ্রাইজ। ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৭৬ টাকার কাজটির মেয়াদ ছিল চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত। পরে এর মেয়াদ চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে কাজ ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
সরেজমিন গত বৃহস্পতিবার দেখা যায়, রাস্তায় খোয়া বিছিয়ে রোলিং করে ফেলে রাখা হয়েছে। বেশ কয়েকটি স্থানে খোয়া সরে গর্ত তৈরি হয়েছে। এই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। ওই এলাকার আল আমিন নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, রাস্তা দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ছাত্রলীগের এক কর্মী স্থানীয়দের নিয়ে কাজে বাধা দিয়েছিলেন। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিসিত রঞ্জন মিস্ত্রী বলেন, এলাকার একাধিক রাস্তায় খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ বাড়ছে। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণকাজে ধীরগতিতে সেবা বিঘ্ন হচ্ছে। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলের কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি দু-একজন প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তর আমলে নেয় না।
কয়রার চণ্ডীপুর আরএনডিএস বটতলা থেকে খিরোল লঞ্চঘাট সড়কের কার্পেটিংয়ের কাজও আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান পেয়েছে। ২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৫৮৫ টাকা ব্যয়ে সড়কের কাজ চলতি বছরের ২৬ মার্চ শেষের কথা থাকলেও এ পর্যন্ত ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এর নির্মাণকাজও এখন বন্ধ।
কয়রায় ৬টি প্রকল্পের কাজ করছে আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান। এসব কাজের চিত্র তুলে ধরে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, কয়রায় যে কাজগুলো সংসদ সদস্যের প্রতিষ্ঠান পেয়েছে, এর মধ্যে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ হয়েছে। তবে রাস্তাগুলোর কাজ ৬০ শতাংশ করার পর ফেলে রাখা হয়েছে। দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও তা শেষ হয়নি।
আর পাইকগাছার ১৭টি প্রকল্পের কাজ করে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এসব কাজের অগ্রগতি প্রসঙ্গে উপজেলা এলজিইডির প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, পাইকগাছার কোনো কাজই শেষ করতে পারেনি সংসদ সদস্যদের প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে খুলনা জেলা স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান বলেন, ‘আমি যোগদানের পরে জামান এন্টারপ্রাইজ কোনো কাজ পায়নি। তবে আগে টেন্ডার নেওয়া কিছু কাজ চলমান রয়েছে। কাজ মানসম্মত হচ্ছে, তবে ধীরগতি রয়েছে।’
বেনামে কাজ করার অভিযোগ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণের ৯ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৫৮০ টাকার কাজ পেয়েছে মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামীম আহসান ট্রেডার্স। তবে কাজটি করছে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে মেসার্স জিয়াউল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জিয়াউল আহসান টিটো বলেন, ‘কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজটি আমার লাইসেন্স নিয়ে এমপি সাহেব করছেন। এ বিষয়ে অফিস অবগত রয়েছে।’
তবে মো. আক্তারুজ্জামান বাবু তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গুণগতমান ঠিক রেখে যাতে কাজটি দ্রুত শেষ হয়, সেদিকে আমি বিশেষভাবে কেয়ার রাখছি।’
যদিও এ প্রকল্পের কাজের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়েছে। এরপরও সেই কাজ দৃশ্যমান হয়নি। শুধু কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নয়, কয়রা-পাইকগাছার বেশ কিছু প্রকল্পের কাজ অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নেওয়ার অভিযোগ রয়েছে সংসদ সদস্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ক্ষুব্ধ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবকাঠামো উন্নয়নের কথা বলে আসছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন, উন্নয়নের উল্টো চিত্র দেখা যাচ্ছে কয়রা ও পাইকগাছা উপজেলায়। এ ছাড়া সংসদ সদস্যের প্রতিষ্ঠানের নামে নেওয়া কাজ ঝুলে থাকায় স্থানীয় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেখানকার চিত্র তুলে ধরে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘জনপ্রতিনিধিরা যখন কাজের ঠিকাদারি করেন, তখন তাঁদের ইচ্ছামতো কাজ করেন। এলাকায় এমপি নিজেই ঠিকাদারি করছেন। নিজের লাইসেন্সের পাশাপাশি অন্যদের লাইসেন্সেও তিনি কাজ নিচ্ছেন। কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করে অর্থ লুটে নিচ্ছেন।’
তবে এসব অভিযোগের তোয়াক্কা করছেন না আক্তারুজ্জামান বাবু। তাঁর প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে মোবাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘লেখ, আমার কথা লেখে দাও। আর কিছু আছে? তোমার যা ইচ্ছা লেখ।’
কয়রা-পাইকগাছা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজের মাধ্যমে ২৩টি প্রকল্পের ২৪ কোটি ১৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পান। মেয়াদ বাড়িয়েও এর মধ্যে ২০টি প্রকল্পের কাজ শেষ হয়নি। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে সংসদ সদস্য নিজেই ঠিকাদার হওয়ায় উন্নয়ন প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা যথাযথ তদারকি করতে পারছেন না। এতে তাঁরাও বিব্রত।
সংসদ সদস্য হওয়ার আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আক্তারুজ্জামান বাবু। একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে এই নেতা জেলা আওয়ামী লীগের সদস্য। উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, এই পাঁচ বছরে মেসার্স জামান এন্টারপ্রাইজ কয়রায় ৬টি প্রকল্পের ৬ কোটি ৮৮ লাখ ১৭ হাজার ৮৬৯ টাকা ও পাইকগাছায় ১৭টি প্রকল্পের ১৭ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ২০৩ টাকার কাজ পায়। এর বাইরেও প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মেয়াদ বাড়ে, কাজ শেষ হয় না কয়রার উত্তর বেদকাশী বড়বাড়ি বাজার থেকে কয়রা পুকুরপাড় পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ করছে মেসার্স জামান এন্টারপ্রাইজ। ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৭৬ টাকার কাজটির মেয়াদ ছিল চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত। পরে এর মেয়াদ চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে কাজ ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
সরেজমিন গত বৃহস্পতিবার দেখা যায়, রাস্তায় খোয়া বিছিয়ে রোলিং করে ফেলে রাখা হয়েছে। বেশ কয়েকটি স্থানে খোয়া সরে গর্ত তৈরি হয়েছে। এই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। ওই এলাকার আল আমিন নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, রাস্তা দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ছাত্রলীগের এক কর্মী স্থানীয়দের নিয়ে কাজে বাধা দিয়েছিলেন। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিসিত রঞ্জন মিস্ত্রী বলেন, এলাকার একাধিক রাস্তায় খোয়া ফেলে কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ বাড়ছে। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণকাজে ধীরগতিতে সেবা বিঘ্ন হচ্ছে। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দলের কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি দু-একজন প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তর আমলে নেয় না।
কয়রার চণ্ডীপুর আরএনডিএস বটতলা থেকে খিরোল লঞ্চঘাট সড়কের কার্পেটিংয়ের কাজও আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান পেয়েছে। ২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৫৮৫ টাকা ব্যয়ে সড়কের কাজ চলতি বছরের ২৬ মার্চ শেষের কথা থাকলেও এ পর্যন্ত ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। এর নির্মাণকাজও এখন বন্ধ।
কয়রায় ৬টি প্রকল্পের কাজ করছে আক্তারুজ্জামান বাবুর প্রতিষ্ঠান। এসব কাজের চিত্র তুলে ধরে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, কয়রায় যে কাজগুলো সংসদ সদস্যের প্রতিষ্ঠান পেয়েছে, এর মধ্যে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ হয়েছে। তবে রাস্তাগুলোর কাজ ৬০ শতাংশ করার পর ফেলে রাখা হয়েছে। দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও তা শেষ হয়নি।
আর পাইকগাছার ১৭টি প্রকল্পের কাজ করে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এসব কাজের অগ্রগতি প্রসঙ্গে উপজেলা এলজিইডির প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, পাইকগাছার কোনো কাজই শেষ করতে পারেনি সংসদ সদস্যদের প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে খুলনা জেলা স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামান বলেন, ‘আমি যোগদানের পরে জামান এন্টারপ্রাইজ কোনো কাজ পায়নি। তবে আগে টেন্ডার নেওয়া কিছু কাজ চলমান রয়েছে। কাজ মানসম্মত হচ্ছে, তবে ধীরগতি রয়েছে।’
বেনামে কাজ করার অভিযোগ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণের ৯ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৫৮০ টাকার কাজ পেয়েছে মেসার্স জিয়াউল ট্রেডার্স ও মেসার্স শামীম আহসান ট্রেডার্স। তবে কাজটি করছে সংসদ সদস্যের প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে মেসার্স জিয়াউল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জিয়াউল আহসান টিটো বলেন, ‘কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজটি আমার লাইসেন্স নিয়ে এমপি সাহেব করছেন। এ বিষয়ে অফিস অবগত রয়েছে।’
তবে মো. আক্তারুজ্জামান বাবু তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গুণগতমান ঠিক রেখে যাতে কাজটি দ্রুত শেষ হয়, সেদিকে আমি বিশেষভাবে কেয়ার রাখছি।’
যদিও এ প্রকল্পের কাজের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়েছে। এরপরও সেই কাজ দৃশ্যমান হয়নি। শুধু কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নয়, কয়রা-পাইকগাছার বেশ কিছু প্রকল্পের কাজ অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে নেওয়ার অভিযোগ রয়েছে সংসদ সদস্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ক্ষুব্ধ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবকাঠামো উন্নয়নের কথা বলে আসছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা মনে করছেন, উন্নয়নের উল্টো চিত্র দেখা যাচ্ছে কয়রা ও পাইকগাছা উপজেলায়। এ ছাড়া সংসদ সদস্যের প্রতিষ্ঠানের নামে নেওয়া কাজ ঝুলে থাকায় স্থানীয় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেখানকার চিত্র তুলে ধরে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘জনপ্রতিনিধিরা যখন কাজের ঠিকাদারি করেন, তখন তাঁদের ইচ্ছামতো কাজ করেন। এলাকায় এমপি নিজেই ঠিকাদারি করছেন। নিজের লাইসেন্সের পাশাপাশি অন্যদের লাইসেন্সেও তিনি কাজ নিচ্ছেন। কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করে অর্থ লুটে নিচ্ছেন।’
তবে এসব অভিযোগের তোয়াক্কা করছেন না আক্তারুজ্জামান বাবু। তাঁর প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে মোবাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘লেখ, আমার কথা লেখে দাও। আর কিছু আছে? তোমার যা ইচ্ছা লেখ।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪