চঞ্চল ও জেফারকে নিয়ে মেট্রোরেলে ফারুকীর শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। যাতায়াতের এই আধুনিক মাধ্যম নিয়ে রাজধানীর মানুষের উৎসাহের শেষ নেই। প্রথমবারের মতো মেট্রোরেলে কোনো সিনেমার শুটিং করলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ‘মনোগামী’ নামে একটি ওয়েব ফিল্ম বানাচ্ছেন নির্মাতা। এর একটি অংশের শুটিং হয়েছে মেট্রোরেলে। ফারুকীর পরিচালনায় মেট্রোরেলে শুটিংয়ে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী ও জেফার।

চরকিতে শিগগির আসছে ফারুকী পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’, সংক্ষেপে যার নাম ‘মনোগামী’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে। ফারুকী বলেন, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ—সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পর নারী-পুরুষের সম্পর্কের কিছু দিক নিয়ে ছিপ ফেলার সুযোগ পেয়েছি। ব্যাচেলর সিনেমায় ব্যাচেলর জীবনের ঘটনা কোনো রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। মনোগামীতে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’

ফারুকীর পরিচালনায় মেট্রোরেলে শুটিংয়ে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী ও জেফার ছবি: সংগৃহীতবিভিন্ন ওয়েব কনটেন্টে চঞ্চল চৌধুরীকে নানা চরিত্রে নানা লুকে দেখেছে দর্শক। তবে মনোগামীতে দেখা মিলবে অন্য এক চঞ্চল চৌধুরীর। তিনি বলেন, ‘ফারুকী ভাইয়ের সাথে আমার ২০০৫ থেকে কাজের শুরু। তাঁর পরিচালনায় নতুন সিনেমা মনোগামীর গল্পটা একদম আলাদা। সিনেমায় কিছু মনস্তাত্ত্বিক দিক আছে, যা দর্শককে ভাবাবে।’
মনোগামী সিনেমা দিয়ে প্রথমবারের মতো অভিনয়ে এলেন সংগীতশিল্পী জেফার।

কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘একজন সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। তবে এবার প্রথমবারের মতো অভিনেতা হিসেবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং একই সাথে ভীষণ রোমাঞ্চকর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত