Ajker Patrika

৫ জনের মনোনয়নপত্র বাতিল

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
৫ জনের মনোনয়নপত্র বাতিল

বিয়ানীবাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ মনোনয়নপ্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। গত সোমবার সারা দিন মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাতে এ ঘোষণা দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, তহমিনা খাতুন, মৌলুদুর রহমান, রোমান মিয়া ও অনুজ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সদস্য পদে ৩৬৬ জন ও ৭৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আলোকে তাঁদের মনোনয়নপত্র বৈধ হয়নি বলে জানানো হয়। মনোনয়নপত্র অবৈধ হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন চেয়ারম্যান পদের মনোনয়নপ্রত্যাশী আছেন। অপর দুজনের মধ্যে একজন সদস্য এবং অপরজন সংরক্ষিত নারী সদস্য পদের মনোনয়নপ্রত্যাশী।

এই মনোনয়নপ্রত্যাশীরা হলেন চারখাই ইউপির ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. জাকির আহমদ, কুড়ারবাজার ইউপির মো. আইনুল হক ও মাথিউরা ইউপির জিয়াউর রহমান জিয়া। এর মধ্যে জাকিরের বয়স ২৫ বছরের কম। অন্য দুজনের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। মোল্লাপুর ইউপির সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী শমসুল আলীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে এবং আলীনগর ইউপির সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী লিপি বেগমের ২৫ বছর না হওয়া মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, স্থানীয় সরকার (ইউপি) আইন, ২০০৯-এর আলোকে তাঁদের মনোনয়নপত্র বৈধ হয়নি। তাই পাঁচজনের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়। তাঁরা আগামী তিন দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন। তবে বয়স না হওয়া ও ঋণখেলাপির অভিযোগ থাকায় তাঁদের মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই। সে হিসেবে তাঁদের মনোনয়ন বাতিল ঘোষিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত