Ajker Patrika

ঘরের সামনে মিলল ঝুলন্ত লাশ

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ১৮
ঘরের সামনে মিলল ঝুলন্ত লাশ

যশোরের চৌগাছায় ইমদাদুল হক (৫২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে উপজেলার পাশাপোল ইউনিয়নের দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে ঘরের সামনে থাকা গাছের ডালে রশি দিয়ে ইমদাদুল আত্মহত্যা করেন। রাত সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা তাঁর লাশ ঘরের সামনে ঝুলতে দেখেন।

পরে খবর পেয়ে পাশের দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি তাঁদের হেফাজতে নেয়। এর পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজন ও স্থানীয়রা জানান, ইমদাদুল পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ার চেষ্টা করতেন। গত বছর তিনি বরিশালের চরমোনাই পিরে মাহফিলে যান। ভবিষ্যতে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

তাঁরা জানান, ইমদাদুলের স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য নিয়ে পরিবারে কলহ ছিল।

দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরে সেটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই আব্দুল জলিল আরও বলেন, ‘ইমদাদুল হক ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত