ছবিতে ‘শেষের কবিতা’ অমিত-লাবণ্য হলেন পরমব্রত ও শ্রেয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮: ৫৯
Thumbnail image

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ নিয়ে নানা সময়ে নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্ট তৈরি হয়েছে। এবার ছবির মাধ্যমে উঠে আসবে শেষের কবিতা। চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য ফৌজিয়া জাহানের তোলা ছবিতে অমিত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও লাবণ্য হয়েছেন ড. শ্রেয়া সেন। এ ছাড়া শোভন লাল হিসেবে দেখা যাবে শাশ্বত দত্তকে। 

শ্রেয়া সেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আবৃত্তি ও অনুবাদের সঙ্গে আমি সম্পৃক্ত। ইচ্ছা ছিল শেষের কবিতা নিয়ে কিছু একটা করার। বেশ কিছুদিন আগে থেকে ফৌজিয়ার সঙ্গে মিলে পরিকল্পনা করছিলাম। অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো। প্রথমে অমিত চরিত্রে বাংলাদেশ থেকে কাউকে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সবকিছু মিলিয়ে চূড়ান্ত করতে পারছিলাম না। পরমব্রত পুরো কাজটির জন্য তিন দিন সময় দিয়েছেন। তাঁর আন্তরিকতা ও কাজে আমরা মুগ্ধ।’

পরমব্রত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্কটা পেশাদারি নয়, আত্মীয়তার। এর আগে বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছি। তবে এবারের কাজটি একেবারেই নতুন অভিজ্ঞতা আমার জন্য। ছবির মাধ্যমে গল্প বলা। একটা ফটো স্টোরিতে তুলে ধরা হয়েছে শেষের কবিতা। নতুন এই প্রচেষ্টা যাঁরা করেছেন, তাঁদের ভাবনাকে আমি সাধুবাদ জানাই। সেটাকে সমর্থন করতে এই কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া।’
শিগগিরই বিশেষ আয়োজনটি প্রকাশ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত