Ajker Patrika

গাড়ির দখলে সড়ক, যানজট

কানাইঘাট প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯: ০৮
গাড়ির দখলে সড়ক, যানজট

কানাইঘাট পৌর শহরের ফুটপাত ও সড়ক চলে গেছে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন গাড়ির দখলে। এসব গাড়ির অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রায়ই লেগে থাকে যানজট। এতে পথচারীদের চলাচলে পড়তে হয় নানা ভোগান্তিতে।

কানাইঘাট পৌর শহরের প্রায় প্রতিটি মার্কেট ও দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে যে যার মতো করে যাত্রী ওঠানামা করায়।

কানাইঘাট পৌর শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, পূর্ব বাজার, মধ্যবাজার, সবজি মার্কেটসহ বিভিন্ন দোকানের সামনে সিএনজি অটোরিকশা, কোম্পানির গাড়ি, টমটম, রিকশা ও ব্যাটারিচালিত রিকশার অপরিকল্পিত পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়।’

কানাইঘাট বাজারের ব্যবসায়ী আবুল হাসনাত বলেন, ‘পুরো বাজার জুড়ে সিএনজি অটোরিকশা ও টমটমের অবৈধ পার্কিংয়ের কারণে বাজারে আসা লোকজনের চলাচলে নানা রকম প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এ ছাড়া প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা।’

কানাইঘাট বাজারে আসা সুরইঘাট এলাকার আব্দুল কাদির মুন্না বলেন, ‘সিএনজি অটোরিকশা ও টমটম গাড়িগুলো ফুটপাতের পাশে পার্কিং করে রাস্তার ওপরেই যাত্রী ওঠানামা করে। তারা ফুটপাতকেও পার্কিং হিসেবে ব্যবহার করার কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।’

কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ উদ্দিন বলেন, ‘বাজারের প্রধান সড়কের ওপরে গাড়ি পার্কিং করা ও যাত্রী ওঠা-নামায় বাজারে আগতদের বিপাকে পড়তে হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যানজটের কারণে অনেকে বাজারে আসেন না।’

কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান বলেন, ‘স্থায়ীভাবে যানজট নিরসনের করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে এসব যানবাহনগুলোকে পৌরসভার অন্য কোনো স্থানে সরিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করা যায়। এ ছাড়া পৌর পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা চালু করতে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত