Ajker Patrika

আদর-বুবলীর ‘লোকাল’ আসবে ঈদে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আদর-বুবলীর ‘লোকাল’ আসবে ঈদে

ঈদ উপলক্ষে সিনেমার সংখ্যা বেড়েই চলেছে। ঈদের বাকি নেই আর এক সপ্তাহও। এর মধ্যেই ঈদের সিনেমার তালিকায় যুক্ত হলো আরও এক সিনেমা। নাম ‘লোকাল’। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। গতকাল সন্ধ্যায় লোকাল ঈদে মুক্তির ঘোষণা দেন পরিচালক। মুক্তি উপলক্ষে শনিবার রাতে ট্রেলারও প্রকাশ করা হয়েছে।

গত সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে লোকাল। সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের লোকাল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে এতে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে লোকাল সিনেমাটি।’

এরই মধ্যে ঈদে মুক্তির জন্য আটটি সিনেমার ঘোষণা এসেছে। সে তালিকায় লোকাল যুক্ত হওয়ার কারণে ঈদের সিনেমার সংখ্যা দাঁড়াল ৯। মুক্তির ঘোষণা দিতে এত দেরি হলো কেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক সাইফ চন্দন বলেন, ‘ঈদে মুক্তির পরিকল্পনা ছিল আগে থেকেই। তবে আমরা চেয়েছি, সবকিছু গুছিয়ে ঘোষণা দিতে। সিনেমার সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি, ট্রেলার প্রকাশ করেছি গতকাল। ঈদে সিনেমাটি দর্শকদের দেখানোর জন্য এখন আমরা প্রস্তুত।’

টাইগার মিডিয়ার ব্যানারে লোকাল সিনেমাটি প্রযোজনা করেছেন জাহিদ হোসেন অভি। এর মাধ্যমে এবার ঈদে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে বুবলীর। অন্যটি শাকিব খানের সঙ্গে ‘লিডার: আমিই বাংলাদেশ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত