Ajker Patrika

আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষ, আহত ৫

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ১৯
আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষ, আহত ৫

আগৈলঝাড়ায় ইফতার নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের রায়হান বালী উত্তর শিহিপাশা জামে মসজিদে স্থানীয় মাসুদ বালীর ইফতার অনুষ্ঠানে যান। ইফতারের মুহূর্তে একই এলাকার ইমরান বালী মসজিদে বসে শরবতের একটি গ্লাস রায়হানের ওপর ছুড়ে মারে। রায়হান মসজিদ থেকে নামাজ পরে বের হলে ইমরানের লোকজন রায়হানের ওপর হামলা চালান।

রায়হান বালী জানান, গত শনিবার সন্ধ্যায় উত্তর শিহিপাশা জামে মসজিদে মাসুদ বালীর ইফতার অনুষ্ঠানে গেলে ইমরান বালী মসজিদে বসে শরবতের একটি গ্লাস আমার মুখের ওপর ছুড়ে মারে। প্রতিবাদ করলে ইমরান আমাকে হুমকি দেয়। মসজিদ থেকে নামাজ পরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ইমরান বালী, জাহাঙ্গীর বালী, পলাশ বালী, আহসান বালী, আকাশ বালীসহ ৮-১০ জন মিলে আমাকে মারধর শুরু করেন। তখন দৌড় দিয়ে বাড়িতে গেলে আমার বাবা কামাল বালী, ভাই আরাফাত বালী, বোন তন্নি ইসলাম ও চাচি রুনু বেগমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। আমরা হাসপাতালে যেতে চাইলে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয়দের সহায়তায় আমরা হাসপাতালে ভর্তি হই।

অভিযুক্ত ইমরান বালী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ইফতারের সময় একটু ঝগড়া হয়েছে। বাড়িতে গিয়ে হামলার ঘটনা অস্বীকার করেন তিনি।

এ ঘটনায় রায়হান বালীর মা খাদিজা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, ইফতারের সময় হামলা-সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত