রাসেল আহমেদ, তেরখাদা
প্রতি বছরের মতো এবারও আম গাছে গাছে মুকুল দেখা যাচ্ছে। ছড়িয়ে পড়ছে এর সৌরভও। তেরখাদায় এরই মধ্যে প্রায় ৯০ ভাগ আম গাছে মুকুল ধরেছে। কৃষি বিভাগ বলছে, এবার সময়ের আগে আম গাছে মুকুল এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলাতে মোট ৬০টি আম বাগান রয়েছে। মুকুল ধরায় চাষির মনে আনন্দ বইছে। তারা স্বপ্ন বুনছেন, এবার ভাল ফলন হবে এবং ভাল আয় করা যাবে।
পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে আমের উৎপাদন বাড়ছে। আম উৎপাদন লাভজনক হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিটি বাড়ি আর বাগানে বাড়ছে আম গাছের সংখ্যা। প্রতিটি আম গাছ এখন মুকুলে ভরে উঠেছে। এলাকার লোকজন আমের মুকুল ধরে রাখতে নানা প্রকার পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠেছেন।
রোপণ করা গাছের মধ্যে দেশি আমের পাশাপাশি রয়েছে বিদেশি ল্যাংড়া, গোপালভোগসহ নানা প্রজাতির আম গাছ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের মুকুল ঝরে পড়ে। ফলে আশানুরূপ আম আসে না। তখন এ উপজেলায় আম সরবরাহে সংকট দেখা দেয়। তখন ভরা মৌসুমেও বাজারগুলো স্থানীয় আমের চেয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হরেক রকমের আমে ভরে যায়।
তবে এ বছর প্রথম দিক থেকেই আম গাছে মুকুল দেখা দিয়েছে। গাছগুলোতে ফাল্গুন মাসের প্রথম দিক থেকেই প্রচুর কুঁড়ি এবং মুকুল আসতে শুরু করে। চাষিরা বলছেন, আমের মুকুল কয়েকটি পর্যায় অতিক্রম করে পূর্ণাঙ্গ ফলে রূপ নেয়। প্রথমে মুকুল, মুকুল থেকে ফুল, ফুল থেকে গুটি এবং গুটি বড় হয়ে রূপ নেয় আমে।
তেরখাদা উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, তেরখাদা উপজেলায় প্রায় ৫০ থেকে ৬০টি আমবাগান রয়েছে। এসব বাগানে বিভিন্ন জাতের আমের চাষ করা হয়। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এবার ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে।
প্রতি বছরের মতো এবারও আম গাছে গাছে মুকুল দেখা যাচ্ছে। ছড়িয়ে পড়ছে এর সৌরভও। তেরখাদায় এরই মধ্যে প্রায় ৯০ ভাগ আম গাছে মুকুল ধরেছে। কৃষি বিভাগ বলছে, এবার সময়ের আগে আম গাছে মুকুল এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলাতে মোট ৬০টি আম বাগান রয়েছে। মুকুল ধরায় চাষির মনে আনন্দ বইছে। তারা স্বপ্ন বুনছেন, এবার ভাল ফলন হবে এবং ভাল আয় করা যাবে।
পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে আমের উৎপাদন বাড়ছে। আম উৎপাদন লাভজনক হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিটি বাড়ি আর বাগানে বাড়ছে আম গাছের সংখ্যা। প্রতিটি আম গাছ এখন মুকুলে ভরে উঠেছে। এলাকার লোকজন আমের মুকুল ধরে রাখতে নানা প্রকার পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠেছেন।
রোপণ করা গাছের মধ্যে দেশি আমের পাশাপাশি রয়েছে বিদেশি ল্যাংড়া, গোপালভোগসহ নানা প্রজাতির আম গাছ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের মুকুল ঝরে পড়ে। ফলে আশানুরূপ আম আসে না। তখন এ উপজেলায় আম সরবরাহে সংকট দেখা দেয়। তখন ভরা মৌসুমেও বাজারগুলো স্থানীয় আমের চেয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হরেক রকমের আমে ভরে যায়।
তবে এ বছর প্রথম দিক থেকেই আম গাছে মুকুল দেখা দিয়েছে। গাছগুলোতে ফাল্গুন মাসের প্রথম দিক থেকেই প্রচুর কুঁড়ি এবং মুকুল আসতে শুরু করে। চাষিরা বলছেন, আমের মুকুল কয়েকটি পর্যায় অতিক্রম করে পূর্ণাঙ্গ ফলে রূপ নেয়। প্রথমে মুকুল, মুকুল থেকে ফুল, ফুল থেকে গুটি এবং গুটি বড় হয়ে রূপ নেয় আমে।
তেরখাদা উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, তেরখাদা উপজেলায় প্রায় ৫০ থেকে ৬০টি আমবাগান রয়েছে। এসব বাগানে বিভিন্ন জাতের আমের চাষ করা হয়। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এবার ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে