Ajker Patrika

সিলেটে স্কুলে করোনা বিষয়ক সেমিনার

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮: ০৪
সিলেটে স্কুলে করোনা বিষয়ক সেমিনার

বানিয়ান ব্রিটিশ স্কুলে গতকাল ‘কোভিড-১৯ এবং শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের ওপর এর প্রভাব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সেমিনারে অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘প্যানডামিক সময়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ার ৮০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। শিক্ষার্থীরা কাঠামোগত শিক্ষা থেকে ঝরে পড়েছে। ঘরবন্দী সময়ে একাকিত্ব, পুষ্টিহীনতা, ঘুমে ব্যাঘাত, বাল্যবিবাহসহ আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। তবে এত কিছুর পরও আমাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হইনি।’

বানিয়ান ব্রিটিশ স্কুলের চেয়ারম্যান তাহির খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরটিএম আল কবির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, সীমান্তিকের ডেপুটি নির্বাহী পরিচালক হুমায়ূন কবির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত