Ajker Patrika

বিক্রমের অপেক্ষায় দর্শক

বিনোদন ডেস্ক
আপডেট : ২০ মে ২০২২, ১০: ০৫
বিক্রমের অপেক্ষায় দর্শক

তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত ‘বিক্রম’ এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। মুক্তি পাবে আগামী ৩ জুন। লোকেশ কানাগারাজ পরিচালিত অ্যাকশন ধাঁচের সিনেমাটি নিয়ে বাংলাদেশের কমল ভক্তদের মধ্যেও রয়েছে উন্মাদনা। কমলের এমন লুক দেখা যায়নি তাঁর ৬২ বছরের সিনেমার ক্যারিয়ারে। পুলিশ কর্মকর্তার চরিত্রেই দেখা যাবে, এমন আঁচ পাওয়া গেছে। জানা গেছে, একাধিক ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়। কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও বিজয় সেতুপাথির মতো তারকা। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ‘বিক্রম’। ১১০ দিন ধরে হয়েছে সিনেমাটির শুটিং।

ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা। কমল হাসানের ভয়েস-ওভার দিয়ে শুরু হওয়া ট্রেলারে বলা হয়, জঙ্গলে বা বনে প্রকৃতি সিদ্ধান্ত নেয় কে একটি নতুন ভোর দেখতে বেঁচে থাকবে, আর শহুরে কংক্রিটের জঙ্গলে বিক্রম সিদ্ধান্ত নেয় কে বাস করবে। সিনেমার ট্রেলারেই বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের চরিত্রগুলোর খোঁজ মেলে। ফাহাদ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে ‘নিয়ম’ মানে না আর বিজয় ভয়ংকর স্থানীয় গুণ্ডা। কমল রহস্যময় মানুষ, যার সঙ্গে সব চরিত্রের একটা যোগসূত্র আছে।

গত ২৫ বছরে (১৯৯৭-২০২২) কমল হাসান অভিনীত সিনেমাগুলো হয় তাঁর নিজের লেখা বা পরিচালিত অথবা রিমেক ছিল। মাত্র একটি সিনেমা ছিল রিমেক বা কমলের ইন্টারফেয়ার ছাড়া। ‘ভেট্টাইয়াদু ভিলাইয়াদু’ নামের সিনেমাটিও ব্লকবাস্টার ছিল। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে ‘বিক্রম’। তবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। এর বাইরে সব দায়িত্বটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশের ওপর।

কমল হাসানঅভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, গায়ক ও গীতিকার। ইন্ডাস্ট্রিতে বহু পরিচয় কমল হাসানের। তামিল বিনোদন দুনিয়ার পাশাপাশি তিনি দাপটের সঙ্গে শাসন করেছেন বলিউডেও। প্রতি সিনেমায় এক কোটি রুপি পারিশ্রমিক নেওয়া প্রথম ভারতীয় তিনি। সিনেমার নাম  (১৯৯৪) তিনিই একমাত্র অভিনেতা, যিনি একই সিনেমার জন্য সেরা অভিনেতা ও সেরা সহ-অভিনেতার ফিল্মফেয়ার পেয়েছিলেন। সিনেমার নাম ‘সাগর’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত