বিনোদন ডেস্ক
তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত ‘বিক্রম’ এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। মুক্তি পাবে আগামী ৩ জুন। লোকেশ কানাগারাজ পরিচালিত অ্যাকশন ধাঁচের সিনেমাটি নিয়ে বাংলাদেশের কমল ভক্তদের মধ্যেও রয়েছে উন্মাদনা। কমলের এমন লুক দেখা যায়নি তাঁর ৬২ বছরের সিনেমার ক্যারিয়ারে। পুলিশ কর্মকর্তার চরিত্রেই দেখা যাবে, এমন আঁচ পাওয়া গেছে। জানা গেছে, একাধিক ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়। কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও বিজয় সেতুপাথির মতো তারকা। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ‘বিক্রম’। ১১০ দিন ধরে হয়েছে সিনেমাটির শুটিং।
ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা। কমল হাসানের ভয়েস-ওভার দিয়ে শুরু হওয়া ট্রেলারে বলা হয়, জঙ্গলে বা বনে প্রকৃতি সিদ্ধান্ত নেয় কে একটি নতুন ভোর দেখতে বেঁচে থাকবে, আর শহুরে কংক্রিটের জঙ্গলে বিক্রম সিদ্ধান্ত নেয় কে বাস করবে। সিনেমার ট্রেলারেই বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের চরিত্রগুলোর খোঁজ মেলে। ফাহাদ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে ‘নিয়ম’ মানে না আর বিজয় ভয়ংকর স্থানীয় গুণ্ডা। কমল রহস্যময় মানুষ, যার সঙ্গে সব চরিত্রের একটা যোগসূত্র আছে।
গত ২৫ বছরে (১৯৯৭-২০২২) কমল হাসান অভিনীত সিনেমাগুলো হয় তাঁর নিজের লেখা বা পরিচালিত অথবা রিমেক ছিল। মাত্র একটি সিনেমা ছিল রিমেক বা কমলের ইন্টারফেয়ার ছাড়া। ‘ভেট্টাইয়াদু ভিলাইয়াদু’ নামের সিনেমাটিও ব্লকবাস্টার ছিল। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে ‘বিক্রম’। তবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। এর বাইরে সব দায়িত্বটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশের ওপর।
অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, গায়ক ও গীতিকার। ইন্ডাস্ট্রিতে বহু পরিচয় কমল হাসানের। তামিল বিনোদন দুনিয়ার পাশাপাশি তিনি দাপটের সঙ্গে শাসন করেছেন বলিউডেও। প্রতি সিনেমায় এক কোটি রুপি পারিশ্রমিক নেওয়া প্রথম ভারতীয় তিনি। সিনেমার নাম (১৯৯৪) তিনিই একমাত্র অভিনেতা, যিনি একই সিনেমার জন্য সেরা অভিনেতা ও সেরা সহ-অভিনেতার ফিল্মফেয়ার পেয়েছিলেন। সিনেমার নাম ‘সাগর’।
তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত ‘বিক্রম’ এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। মুক্তি পাবে আগামী ৩ জুন। লোকেশ কানাগারাজ পরিচালিত অ্যাকশন ধাঁচের সিনেমাটি নিয়ে বাংলাদেশের কমল ভক্তদের মধ্যেও রয়েছে উন্মাদনা। কমলের এমন লুক দেখা যায়নি তাঁর ৬২ বছরের সিনেমার ক্যারিয়ারে। পুলিশ কর্মকর্তার চরিত্রেই দেখা যাবে, এমন আঁচ পাওয়া গেছে। জানা গেছে, একাধিক ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে দেখা যাবে এই সিনেমায়। কমল হাসান ছাড়াও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও বিজয় সেতুপাথির মতো তারকা। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ‘বিক্রম’। ১১০ দিন ধরে হয়েছে সিনেমাটির শুটিং।
ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা। কমল হাসানের ভয়েস-ওভার দিয়ে শুরু হওয়া ট্রেলারে বলা হয়, জঙ্গলে বা বনে প্রকৃতি সিদ্ধান্ত নেয় কে একটি নতুন ভোর দেখতে বেঁচে থাকবে, আর শহুরে কংক্রিটের জঙ্গলে বিক্রম সিদ্ধান্ত নেয় কে বাস করবে। সিনেমার ট্রেলারেই বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের চরিত্রগুলোর খোঁজ মেলে। ফাহাদ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে ‘নিয়ম’ মানে না আর বিজয় ভয়ংকর স্থানীয় গুণ্ডা। কমল রহস্যময় মানুষ, যার সঙ্গে সব চরিত্রের একটা যোগসূত্র আছে।
গত ২৫ বছরে (১৯৯৭-২০২২) কমল হাসান অভিনীত সিনেমাগুলো হয় তাঁর নিজের লেখা বা পরিচালিত অথবা রিমেক ছিল। মাত্র একটি সিনেমা ছিল রিমেক বা কমলের ইন্টারফেয়ার ছাড়া। ‘ভেট্টাইয়াদু ভিলাইয়াদু’ নামের সিনেমাটিও ব্লকবাস্টার ছিল। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে ‘বিক্রম’। তবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। এর বাইরে সব দায়িত্বটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশের ওপর।
অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, গায়ক ও গীতিকার। ইন্ডাস্ট্রিতে বহু পরিচয় কমল হাসানের। তামিল বিনোদন দুনিয়ার পাশাপাশি তিনি দাপটের সঙ্গে শাসন করেছেন বলিউডেও। প্রতি সিনেমায় এক কোটি রুপি পারিশ্রমিক নেওয়া প্রথম ভারতীয় তিনি। সিনেমার নাম (১৯৯৪) তিনিই একমাত্র অভিনেতা, যিনি একই সিনেমার জন্য সেরা অভিনেতা ও সেরা সহ-অভিনেতার ফিল্মফেয়ার পেয়েছিলেন। সিনেমার নাম ‘সাগর’।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে