বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেক দিন তো কেটে গেল। সেই যে বছর দুয়েক আগে ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং করেছিলেন পূর্ণিমা, এর পর থেকে সব ধরনের গল্প-চরিত্র-চিত্রনাট্যের বাইরে তিনি। তবে ক্যামেরা থেকে একেবারে দূরে ছিলেন না। নন-ফিকশন অনুষ্ঠান করেছেন বিভিন্ন সময়ে। আর নিয়মিত করেছেন উপস্থাপনা। শুধু টিভি পর্দায় নয়, দেশের বিভিন্ন করপোরেট শোয়ে পূর্ণিমাকে পাওয়া গেছে মঞ্চে, উপস্থাপক হিসেবে। তবে যে কারণে তিনি আজকের পূর্ণিমা হয়ে উঠেছেন, জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের মনে; সেই সিনেমায় তিনি ফিরলেন অনেক দিন পর।
এত দিনে নিশ্চয়ই জেনে যাওয়ার কথা, নির্মাতা ছটকু আহমেদের নতুন সিনেমায় অভিনয় করছেন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। ফেরদৌস আছেন এতে পূর্ণিমার সঙ্গে। আরও আছেন সুচরিতা, শাহনূর, মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাসের মতো অভিনয়শিল্পীরা। সেপ্টেম্বরের শুরুর দিকে ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পূর্ণিমা। তখন নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছিলেন, ১৬ অক্টোবর থেকে শুরু হবে শুটিং। সেটাই হচ্ছে। দীর্ঘদিনের বিরতি পেরিয়ে পূর্ণিমা আগামী রোববার থেকে আবার সিনেমার চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন সিনিয়র নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার। করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস, সিনেমাটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, রোববার থেকে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট, হজক্যাম্পসহ বিভিন্ন জায়গায় চলবে ‘আহারে জীবন’-এর শুটিং। করোনাকালীন কিছু ঘটনা নিয়েই সিনেমার গল্প সাজিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। এতে ফেরদৌস অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর সহজ-সাধারণ এক মেয়ে দোলা চরিত্রে থাকবেন পূর্ণিমা।
আহারে জীবন’ সিনেমার নির্মাতা ছটকু আহমেদ বাংলা চলচ্চিত্রের অতিপরিচিত এক নাম। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তাঁর। এরপর তিন শতাধিক সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুক ভরা ভালোবাসা’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন ছটকু আহমেদ।
অনেক দিন তো কেটে গেল। সেই যে বছর দুয়েক আগে ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং করেছিলেন পূর্ণিমা, এর পর থেকে সব ধরনের গল্প-চরিত্র-চিত্রনাট্যের বাইরে তিনি। তবে ক্যামেরা থেকে একেবারে দূরে ছিলেন না। নন-ফিকশন অনুষ্ঠান করেছেন বিভিন্ন সময়ে। আর নিয়মিত করেছেন উপস্থাপনা। শুধু টিভি পর্দায় নয়, দেশের বিভিন্ন করপোরেট শোয়ে পূর্ণিমাকে পাওয়া গেছে মঞ্চে, উপস্থাপক হিসেবে। তবে যে কারণে তিনি আজকের পূর্ণিমা হয়ে উঠেছেন, জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের মনে; সেই সিনেমায় তিনি ফিরলেন অনেক দিন পর।
এত দিনে নিশ্চয়ই জেনে যাওয়ার কথা, নির্মাতা ছটকু আহমেদের নতুন সিনেমায় অভিনয় করছেন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। ফেরদৌস আছেন এতে পূর্ণিমার সঙ্গে। আরও আছেন সুচরিতা, শাহনূর, মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাসের মতো অভিনয়শিল্পীরা। সেপ্টেম্বরের শুরুর দিকে ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পূর্ণিমা। তখন নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছিলেন, ১৬ অক্টোবর থেকে শুরু হবে শুটিং। সেটাই হচ্ছে। দীর্ঘদিনের বিরতি পেরিয়ে পূর্ণিমা আগামী রোববার থেকে আবার সিনেমার চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন সিনিয়র নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার। করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস, সিনেমাটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, রোববার থেকে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট, হজক্যাম্পসহ বিভিন্ন জায়গায় চলবে ‘আহারে জীবন’-এর শুটিং। করোনাকালীন কিছু ঘটনা নিয়েই সিনেমার গল্প সাজিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। এতে ফেরদৌস অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর সহজ-সাধারণ এক মেয়ে দোলা চরিত্রে থাকবেন পূর্ণিমা।
আহারে জীবন’ সিনেমার নির্মাতা ছটকু আহমেদ বাংলা চলচ্চিত্রের অতিপরিচিত এক নাম। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তাঁর। এরপর তিন শতাধিক সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুক ভরা ভালোবাসা’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন ছটকু আহমেদ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে