গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে সমাবেশ

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮: ০৫
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩

সারা দেশের সব শিক্ষার্থীর জন্য সকল গণপরিবহনে হাফ ভাড়ার বিধান চালু, জ্বালানি তেলের দাম কমানো ও বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার সকালে চৌরঙ্গীমোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখা সমাবেশ করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক কেয়া বিশ্বাস এবং পরিচালনা করেন পূর্ণিমা মণ্ডল। সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, বাসদ মাগুরা জেলা শাখার সংগঠক জয় বিশ্বাস ও মো. সোহেল মুনশি।

সমাবেশে অবিলম্বে সারা দেশের সব শিক্ষার্থীদের জন্য সব গণপরিবহনে হাফ ভাড়ার বিধান চালু, জ্বালানি তেলের দাম কমানো ও বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত