নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতের এই মৌসুমে গতকাল মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে হয় তীব্র শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ ছাড়াও পঞ্চগড়, কুড়িগ্রাম, ফরিদপুরসহ ছয় জেলার বিভিন্ন অঞ্চলে গতকাল মাঝারি শৈত্যপ্রবাহ ছিল।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকার জন্য এটাও ছিল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া মৌলভীবাজার, বরিশাল, ভোলা, কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ ছিল। তবে কোনো কোনো এলাকায় স্কুলগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগেই বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনায় পড়ে।
দেশজুড়ে হাড়কাঁপানো এই শীতের মাঝে এবার কোনো কোনো এলাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, ওই সব এলাকায় আগামী তিন দিন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ সময়ে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক গতরাতে আজকের পত্রিকাকে বলেন, ‘মেঘলা আকাশসহ কিছু বিভাগে বৃষ্টি হবে। এতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা বাড়বে, দিনের তাপমাত্রা সামান্য কমবে। আর যেসব জায়গায় শৈত্যপ্রবাহ বইছে, তার অনেকটা প্রশমিত হবে। ২৭ জানুয়ারি থেকে আবার শীতের প্রকোপ বাড়বে।’
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, কুয়াশাচ্ছন্ন বাতাস আর হাড়কাঁপানো শীতে জবুথবু জেলার মানুষ। রিকশাচালক কাশেম আলী বলেন, ‘রিকশা চালাতে গেলে হাত অবশ হয়ে যায়।’
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল ফরিদপুরে ৭ দশমিক ৫, গোপালগঞ্জে ৭ দশমিক ৮, রাজশাহীতে ৭ দশমিক ৮, পাবনার ঈশ্বরদীতে ৮, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।
খুলনা প্রতিনিধি জানান, তীব্র শীতের কারণে খুলনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে স্কুলগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগেই বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনায় পড়ে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে কোনো কোনো স্কুল খোলা রাখা হচ্ছে।
রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলায় প্রাথমিক বিদ্যালয় ছুটি দেওয়া হলেও মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা ছিল।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়নি।
শীতের এই মৌসুমে গতকাল মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে হয় তীব্র শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ ছাড়াও পঞ্চগড়, কুড়িগ্রাম, ফরিদপুরসহ ছয় জেলার বিভিন্ন অঞ্চলে গতকাল মাঝারি শৈত্যপ্রবাহ ছিল।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকার জন্য এটাও ছিল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া মৌলভীবাজার, বরিশাল, ভোলা, কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ ছিল। তবে কোনো কোনো এলাকায় স্কুলগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগেই বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনায় পড়ে।
দেশজুড়ে হাড়কাঁপানো এই শীতের মাঝে এবার কোনো কোনো এলাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, ওই সব এলাকায় আগামী তিন দিন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ সময়ে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক গতরাতে আজকের পত্রিকাকে বলেন, ‘মেঘলা আকাশসহ কিছু বিভাগে বৃষ্টি হবে। এতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা বাড়বে, দিনের তাপমাত্রা সামান্য কমবে। আর যেসব জায়গায় শৈত্যপ্রবাহ বইছে, তার অনেকটা প্রশমিত হবে। ২৭ জানুয়ারি থেকে আবার শীতের প্রকোপ বাড়বে।’
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, কুয়াশাচ্ছন্ন বাতাস আর হাড়কাঁপানো শীতে জবুথবু জেলার মানুষ। রিকশাচালক কাশেম আলী বলেন, ‘রিকশা চালাতে গেলে হাত অবশ হয়ে যায়।’
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল ফরিদপুরে ৭ দশমিক ৫, গোপালগঞ্জে ৭ দশমিক ৮, রাজশাহীতে ৭ দশমিক ৮, পাবনার ঈশ্বরদীতে ৮, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।
খুলনা প্রতিনিধি জানান, তীব্র শীতের কারণে খুলনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে স্কুলগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগেই বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনায় পড়ে।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে কোনো কোনো স্কুল খোলা রাখা হচ্ছে।
রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলায় প্রাথমিক বিদ্যালয় ছুটি দেওয়া হলেও মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা ছিল।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে