Ajker Patrika

নওগাঁয় ৪২ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১২: ৫৬
নওগাঁয় ৪২ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা

ধান-চালের বাজারদর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকারের নির্দেশ পাওয়ার পর নড়েচড়ে বসেছেন প্রশাসনের কর্মকর্তারা। মজুত ও দর পরিস্থিতি যাচাইয়ে এই অভিযান করছেন তাঁরা। অপরাধ পেলেই করা হচ্ছে জরিমানা। এর ধারাবাহিকতায় তিন দিনে অভিযান চালিয়ে নওগাঁয় ৪২টি মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত মঙ্গলবার থেকে শুরু হয় এই অভিযান। গত বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য বিভাগের কর্মকর্তারা এসব অভিযান চালান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে জেলার ১১টি উপজেলার ধানের বেচাকেনার হাট ও ধান- চালের আড়তসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ধান ও চাল মজুত, লাইসেন্স না থাকা এবং চালের বাজারগুলোতে মূল্য তালিকা না ঝোলানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়। এর মধ্যে জেলার সাপাহারে চারটি মামলায় ২৪ হাজার, সদরে দুটি মামলায় ২০ হাজার, মহাদেবপুরে দুটি মামলায় ৯০ হাজার, পত্নীতলায় ১২টি মামলায় ১ লাখ ৩৪ হাজার এবং আত্রাই উপজেলায় চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে অভিযান চালিয়ে ১৮টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আশা করেছেন, দ্রুতই সব ধরনের চালের দাম কমতে শুরু করবে। চালের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নিয়মিত অভিযান চললেও এখন পর্যন্ত নওগাঁর খুচরা চাল বাজারগুলোতে কমেনি চালের দাম।

এ ব্যাপারে নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, এখন পর্যন্ত প্রশাসনের অভিযানে বাজারে কোনো প্রভাব পড়েনি। মোকামে যে দামে পাইকারিতে চাল কিনতে হয়, সেখানে এখনো বেশি দামেই কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তবে সারা দেশে যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে মনে হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিছুটা হলেও চালের দাম কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত