Ajker Patrika

মৎস্য চাষে ক্রিক বাঁধ নির্মাণে পাহাড় কর্তন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মৎস্য চাষে ক্রিক বাঁধ নির্মাণে পাহাড় কর্তন

খাগড়াছড়ির মানিকছড়িতে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তিনটহরী ইউনিয়ন পরিষদের (ইউপি) গোদাতলী এলাকায় হানিফ নাম এক ব্যক্তির জমিতে ক্রিক বাঁধ নির্মাণ করতে গিয়ে ওই পাহাড় কাটা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়নে রাঙামাটি মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কাজটি দেখভাল করছে খাগড়াছড়ি মৎস্য অফিসের প্রকৌশল বিভাগ। মানিকছড়িতে কাজ করা ঠিকাদার রাঙামাটির বাসিন্দা বলে জানা গেলেও তাঁর পরিচয় জানাননি প্রকল্প কর্মকর্তারা। তবে অভিযোগের সত্যতা স্বীকার করে কর্মকর্তারা বলছেন, ঠিকাদারকে পাহাড় কাটার কারণ জানাতে বলা হয়েছে। এ ছাড়া আর যেন পাহাড় কাটা না হয়, সে বিষয়ে নিষেধ করা হয়েছে।

গড়াছড়ি জেলা মৎস্য কার্যালয় ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পাহাড়ে ক্রিক বাঁধ নির্মাণকাজ চলছে। প্রকল্পের আওতায় পার্বত্য তিন জেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে। এর অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউপির গোদাতলী এলাকায় একটি ক্রিক বাঁধ নির্মাণকাজ চলছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. হানিফের প্রথম শ্রেণির জমিতে বাঁধ তৈরিতে ব্যয় ধরা হচ্ছে সাত লাখ টাকা। পুরো কাজটি দেখভাল করছে খাগড়াছড়ি মৎস্য অফিসের প্রকৌশল বিভাগ।
গোদাতলীতে মৎস্য ক্রিক বাঁধে পাহাড় কাটার সত্যতা স্বীকার করেন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মো. হযরত আলী। তিনি বলেন, ‘ঠিকাদার ও সুবিধাভোগী পরিবার সরকারি নির্দেশনা অমান্য করে দেদার পাহাড় কেটে বাঁধ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পেয়ে পাহাড় কাটায় নিষেধ করেছি।’

প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা আজকের পত্রিকাকে জানান, গোদাতলীর হানিফের জমিতে মৎস্য চাষে ক্রিক বাঁধে পাহাড় কাটার বিষয় সম্পর্কে ঠিকাদারকে সতর্ক করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব ও নতুন করে আবার পাহাড়ে আঁচড় দিলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার প্রকল্পের সহকারী পরিচালকের কাছে ঠিকাদারের বিস্তারিত পরিচয় জানতে চাইলে বলেন, ‘আমি পানছড়ি উপজেলায় মিটিংয়ে আছি। এই মুহূর্তে জানা নেই। পরে জানাব।’তবে পরে বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার তাঁকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটির ঠিকাদারি প্রতিষ্ঠান দিগন্ত এন্টারপ্রাইজ এই কাজ পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত