Ajker Patrika

চুল ঝরছে খুব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১১: ১৯
চুল ঝরছে খুব

কেবল অযত্নের কারণেই নয়, আরও বিভিন্ন কারণে চুল ঝরতে পারে। যাঁরা ডায়াবেটিস, থাইরয়েড বা বিভিন্ন হরমোনের ভারসাম্যহীনতায় ভুগছেন, তাঁরা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগতে পারেন। এ জন্য খুব ভালো হয় বছরে একবার স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলতে পারলে। তবে চুল পড়া রোধে কিছু ঘরোয়া সমাধান মেনে চলা যেতে পারে।

  • চুল পড়া রোধে ডাবের পানি খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া মজবুত করে ও চুল স্বাস্থ্য়োজ্জ্বল রাখে।
  • মেথিবাটার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু করে চুল শুকিয়ে ফেলুন। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুল গজাবে ও দ্রুত বড় হবে।
  • মাথার ত্বকে খুশকি থাকলে অনেক বেশি পরিমাণে চুল উঠতে থাকে। এতে অপুষ্টিতে ভুগে চুলের গোড়াও দুর্বল হয়ে পড়ে। খুশকি দূর করতে একটি ডিমের সাদা অংশের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর চুল স্বাভাবিক নিয়মে শ্যাম্পু করে নিন। এ ছাড়া আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে লাগালেও উপকার পাওয়া যাবে।

সূত্র: স্টাইলক্রেজ ও হেলথ লাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত