হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরায় হাসনাবাদ-হাইরমারা প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে গেছে। সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে কংক্রিট। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে। মোটরবাইক, বাইসাইকেল, টমটম, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে এই সড়কে যাতায়াত করতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত এই সড়ক সংস্কার করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, রায়পুরা-নরসিংদী প্রধান সড়কের মোড় (লেভেল ক্রসিং) পর্যন্ত সব মিলিয়ে দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এ সড়কের সংস্কার এবার নয়, আগামী অর্থবছরে করা হবে।
গত বুধবার সরেজমিন দেখা গেছে, এই সড়কে চরসুবুদ্ধি, নীলক্ষ্যা, আমিরগঞ্জ ও হাইরমারা ইউনিয়নের ২০-৩০টি গ্রামের মানুষ যাতায়াত করে। এটি উপজেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন থেকে জেলা-উপজেলায় যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহার হছে। সড়কটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় যানবাহন নিয়ে চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে। এই সড়কে চলাচলের সময় গাড়ি বিকল হয়। সামান্য বৃষ্টি হলেই সড়কে ছোট-বড় গর্তে পানি জমে। গাড়ির ভেতর পানি ঢুকে চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘অসুস্থ রোগীদের এ রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও নেই। এ কারণে হাসপাতালে নেওয়ার সময় রোগীরা আরও মুমূর্ষু হয়ে পড়েন। তাছাড়া এই সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।’
হাইরমারা ইউপি চেয়ারম্যান ডা. কবির হোসেন বলেন, ‘হাসনাবাদ-হাইরমারা পর্যন্ত রাস্তাটি মেরামতের ব্যাপারে উপজেলা সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। এই সড়কে সর্বসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। অসুস্থ রোগীদের চলাচল করা আরও কষ্টের। জনদুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আশা করি, অতি দ্রুত এই সড়কটি সংস্কার করা হবে।’
আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার। মানুষ কষ্ট করে এ রাস্তা দিয়ে চলাচল করছে। চার-পাঁচটি ইউনিয়নের মানুষের চলাচলের এটিই প্রধান সড়ক। আমিও দ্রুত এ রাস্তার সংস্কার দাবি জানাই।’
উপজেলার প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, ‘হাসনাবাদ সিনেমা হলের মোড় থেকে আমিরগঞ্জ বাজার হয়ে রায়পুরা-নরসিংদী প্রধান সড়কের মোড় (রেল ক্রসিং) পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ১২ কিমি। এ অর্থবছরে অন্যান্য ১ হাজার ৩০০ মিটার রাস্তার কাজ চলছে। ফলে ওই সড়কটি এ বছর সংস্কার করা সম্ভব নয়। পরবর্তী অর্থবছরে করে দেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় হাসনাবাদ-হাইরমারা প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে গেছে। সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে কংক্রিট। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে। মোটরবাইক, বাইসাইকেল, টমটম, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে এই সড়কে যাতায়াত করতে বিপাকে পড়তে হয় যাত্রীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত এই সড়ক সংস্কার করা হোক। অন্যদিকে প্রশাসন বলছে, রায়পুরা-নরসিংদী প্রধান সড়কের মোড় (লেভেল ক্রসিং) পর্যন্ত সব মিলিয়ে দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এ সড়কের সংস্কার এবার নয়, আগামী অর্থবছরে করা হবে।
গত বুধবার সরেজমিন দেখা গেছে, এই সড়কে চরসুবুদ্ধি, নীলক্ষ্যা, আমিরগঞ্জ ও হাইরমারা ইউনিয়নের ২০-৩০টি গ্রামের মানুষ যাতায়াত করে। এটি উপজেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন থেকে জেলা-উপজেলায় যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহার হছে। সড়কটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় যানবাহন নিয়ে চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে। এই সড়কে চলাচলের সময় গাড়ি বিকল হয়। সামান্য বৃষ্টি হলেই সড়কে ছোট-বড় গর্তে পানি জমে। গাড়ির ভেতর পানি ঢুকে চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘অসুস্থ রোগীদের এ রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও নেই। এ কারণে হাসপাতালে নেওয়ার সময় রোগীরা আরও মুমূর্ষু হয়ে পড়েন। তাছাড়া এই সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।’
হাইরমারা ইউপি চেয়ারম্যান ডা. কবির হোসেন বলেন, ‘হাসনাবাদ-হাইরমারা পর্যন্ত রাস্তাটি মেরামতের ব্যাপারে উপজেলা সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। এই সড়কে সর্বসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। অসুস্থ রোগীদের চলাচল করা আরও কষ্টের। জনদুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আশা করি, অতি দ্রুত এই সড়কটি সংস্কার করা হবে।’
আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার। মানুষ কষ্ট করে এ রাস্তা দিয়ে চলাচল করছে। চার-পাঁচটি ইউনিয়নের মানুষের চলাচলের এটিই প্রধান সড়ক। আমিও দ্রুত এ রাস্তার সংস্কার দাবি জানাই।’
উপজেলার প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না বলেন, ‘হাসনাবাদ সিনেমা হলের মোড় থেকে আমিরগঞ্জ বাজার হয়ে রায়পুরা-নরসিংদী প্রধান সড়কের মোড় (রেল ক্রসিং) পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ১২ কিমি। এ অর্থবছরে অন্যান্য ১ হাজার ৩০০ মিটার রাস্তার কাজ চলছে। ফলে ওই সড়কটি এ বছর সংস্কার করা সম্ভব নয়। পরবর্তী অর্থবছরে করে দেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে