Ajker Patrika

সহকারী অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
সহকারী অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ও ফরেনসিক বিভাগের প্রধান ডা. হারুন অর রশীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন মোছা. লাকী বেগম জ্যোৎস্না।

অভিযোগ রয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে টাকা নেন ডা. হারুন অর রশীদ।

লাকী বেগমের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার সাধুপুর এলাকায়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাবাকে হত্যার ঘটনায় বাদী হয়ে ৮ জনকে আসামি করে আদালতে মামলা করেন লাকী। তবে আগেই তাঁর সৎবোন মেলান্দহ থানায় একটি অপমৃত্যু মামলা করেন। এমন পরিস্থিতিতে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলাটির পরবর্তী কার্যক্রম নির্ভর করবে ভেবে লাকী তাঁর চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে জামালপুর মেডিকেলে ময়নাতদন্তের প্রতিবেদনের খোঁজখবর নিতে যান। এ সময় ডা. হারুন অর রশীদ তাঁর কাছে ১ লাখ টাকা দাবি করেন। তিনি বলেন, টাকা দিলে মামলা মোতাবেক ময়নাতদন্তের প্রতিবেদন দেবেন। ওই চিকিৎসকের চাহিদামতো লাকী তাঁর চাচাতো ভাইয়ের উপস্থিতিতে ৮৩ হাজার টাকা দেন। কিন্তু ওই চিকিৎসক আসামিদের কাছ থেকে অধিক টাকা নিয়ে তাঁদের চাহিদা মোতাবেক ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেন।

পরে ডা. হারুন অর রশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও ন্যায় বিচারের দাবি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন লাকী বেগম।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. হারুন অর রশীদ বলেন, ‘সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমার সঙ্গে এ বিষয়ে কোনোভাবেই কোনো সম্পর্ক নেই।’

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কুমার দাস বলেন, বিষয়টি তাঁর জানা নেই। অভিযোগ যদি কেউ করেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত