Ajker Patrika

তিন ইউপিতে নতুন মুখ আওয়ামী লীগের

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৫০
তিন ইউপিতে নতুন মুখ আওয়ামী লীগের

নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে পঞ্চম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদিকে, ডোমারে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তালিকায় এবার বড় ধরনের চমক দেখিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের তিনজন বর্তমান চেয়ারম্যান ও প্রভাবশালীদের মনোনয়ন না দিয়ে নতুন ও তরুণ নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন প্রাপ্তরা হলেন, ভোগডাবুড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কেতকীবাড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, গোমনাতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ, বামুনিয়া ইউনিয়নে মনোরঞ্জন রায়, পাঙ্গামটকপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম।

জোড়াবাড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, বোড়াগাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের স্ত্রী জেবুন্নেছা আখতার, ডোমার সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সোনারায় ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ, হরিণচড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত