যশোরের মনিরামপুরের বাকোশপোল থেকে চাঁদপুর বাজার পর্যন্ত সংযোগ সড়কটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। গত বছর সড়কের ১ হাজার ৩৫০ মিটার পাকাকরণের অনুমতি পেয়ে কাজ শুরু করেন ঠিকাদার। তখন নির্ধারিত সীমানার বাইরে ১২৬ ফুট রাস্তার সলিং তুলে ফেলা হয়। এরপর আর সেই অংশে কাজ করা হয়নি। সড়কের এই অংশ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ছাড়া সড়কটির যে অংশ পাকা করার কথা, সে অংশে মেকাডাম (সড়কে পিচের নিচের স্তর) করে ফেলে রাখা হয়েছে এক বছর। সেই অংশে খোয়া উঠে ধুলোয় নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ।
স্থানীয় ব্যক্তিরা জানান, বাকোশপোল বাজার থেকে মনিরামপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত এক কিলোমিটার এবং চাঁদপুর বাজার থেকে হরিহর নদের পাড় পর্যন্ত সড়কে আগে থেকে ইটের সলিং ছিল। সড়কটি উপজেলার মনিরামপুর ও খেদাপাড়া—এ দুই ইউনিয়নকে সংযুক্ত করেছে। গত বছর ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির ১ হাজার ৩৫০ মিটার পাকা করার কাজ পান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুরাদুজ্জামান মুরাদ। কাজের শুরুতে ঠিকাদার মনিরামপুর ইউনিয়নের বাকোশপোল বাজার থেকে হরিহর নদের সেতু পার হয়ে খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের অংশের সড়কের ১২৬ ফুট খুঁড়ে ফেলেন। এরপর বাকোশপোল থেকে হরিহর নদের উত্তর পাড় পর্যন্ত সড়ক সংস্কারকাজ চলমান রেখেছেন। কিন্তু নদীর দক্ষিণ পাড়ের খোঁড়া ১২৬ ফুটে কোনো কাজ করেননি। এতে তাঁদের ভোগান্তি অনেক বেড়েছে।
চাঁদপুর গ্রামের আফজাল হোসেন বলেন, ‘চাঁদপুর বাজার থেকে হরিহর নদের দক্ষিণপাড় পর্যন্ত ইটের সলিং ছিল। ঠিকাদারের লোকজন কাজ করার সময় ব্রিজের দক্ষিণ অংশের রাস্তার ইটের সলিং তুলে খোয়া বানিয়ে ব্রিজের উত্তর পাশে রাস্তায় দেয় এবং সেখানে কিছু বালু ফেলে। গত বর্ষায় এখানে কাদা হয়েছে। এখন রাস্তায় ধুলোর মোটা স্তর পড়েছে। মোটরসাইকেল ঠেলে নিতেও কষ্ট হয়।’
সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা চয়ন দাস বলেন, ‘এক বছর আগে বাকোশপোল বাজার থেকে ব্রিজ পর্যন্ত খোয়া ঘষে রেখেছে, আর পিচ দেয়নি। কদিন আগে পাথর ফেলেছে।’
খেদাপাড়া ইউপি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অজয় রায় বলেন, ‘চাঁদপুর বাজার থেকে রাস্তার কাজ করার কথা ছিল। সে অনুযায়ী ঠিকাদার ব্রিজের দক্ষিণ অংশে খুঁড়ে কিছু ইট তুলে ফেলেন। পরে দেখা গেছে, কার্যাদেশে বাকোশপোল বাজার থেকে কাজ শুরু করার কথা উল্লেখ আছে। তখন ঠিকাদার বাকোশপোল বাজার থেকে রাস্তা মেপে নদীর উত্তর পাড় পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার বুঝে পেয়েছেন। এ জন্য পরে আর নদীর দক্ষিণ পাশে কাজ হয়নি। ঠিকাদারকে বলে আমি এর সমাধান করে দেব।’
ঠিকাদার মুরাদ বলেন, ‘রাস্তার মাঝখানে একটি ব্রিজ আছে। প্রথমে অফিস থেকে বলা হয়, ব্রিজ বাদে কাজ হবে। এ জন্য আমরা রাস্তা মেপে খুঁড়েছিলাম। পরে কাজে ব্রিজ ধরিয়ে দেওয়া হয়। এ জন্য খোঁড়া কিছু অংশ থেকে গেছে। নির্ধারিত অংশে কার্পেটিং হয়ে গেলে পরে খুঁড়ে রাখা অংশে মাটি ফেলে ঠিক করে দেব।’ তিনি আরও বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়েছে। এ জন্য পিচ দিতে দেরি হয়েছে।
কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এখন কাজ শেষ করলে আমার ১২ লাখ টাকা লোকসান হবে। দ্রুত কাজ শুরু করব।’ উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস বলেন, ‘ঠিকাদারের দোষ না। শুরুতে অফিস থেকে তাঁকে ওই পর্যন্ত মেপে দেওয়া হয়েছিল। বিল দেওয়ার
আগে খুঁড়ে রাখা অংশ সংস্কার করে নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরের বাকোশপোল থেকে চাঁদপুর বাজার পর্যন্ত সংযোগ সড়কটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। গত বছর সড়কের ১ হাজার ৩৫০ মিটার পাকাকরণের অনুমতি পেয়ে কাজ শুরু করেন ঠিকাদার। তখন নির্ধারিত সীমানার বাইরে ১২৬ ফুট রাস্তার সলিং তুলে ফেলা হয়। এরপর আর সেই অংশে কাজ করা হয়নি। সড়কের এই অংশ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ছাড়া সড়কটির যে অংশ পাকা করার কথা, সে অংশে মেকাডাম (সড়কে পিচের নিচের স্তর) করে ফেলে রাখা হয়েছে এক বছর। সেই অংশে খোয়া উঠে ধুলোয় নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ।
স্থানীয় ব্যক্তিরা জানান, বাকোশপোল বাজার থেকে মনিরামপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত এক কিলোমিটার এবং চাঁদপুর বাজার থেকে হরিহর নদের পাড় পর্যন্ত সড়কে আগে থেকে ইটের সলিং ছিল। সড়কটি উপজেলার মনিরামপুর ও খেদাপাড়া—এ দুই ইউনিয়নকে সংযুক্ত করেছে। গত বছর ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির ১ হাজার ৩৫০ মিটার পাকা করার কাজ পান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুরাদুজ্জামান মুরাদ। কাজের শুরুতে ঠিকাদার মনিরামপুর ইউনিয়নের বাকোশপোল বাজার থেকে হরিহর নদের সেতু পার হয়ে খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের অংশের সড়কের ১২৬ ফুট খুঁড়ে ফেলেন। এরপর বাকোশপোল থেকে হরিহর নদের উত্তর পাড় পর্যন্ত সড়ক সংস্কারকাজ চলমান রেখেছেন। কিন্তু নদীর দক্ষিণ পাড়ের খোঁড়া ১২৬ ফুটে কোনো কাজ করেননি। এতে তাঁদের ভোগান্তি অনেক বেড়েছে।
চাঁদপুর গ্রামের আফজাল হোসেন বলেন, ‘চাঁদপুর বাজার থেকে হরিহর নদের দক্ষিণপাড় পর্যন্ত ইটের সলিং ছিল। ঠিকাদারের লোকজন কাজ করার সময় ব্রিজের দক্ষিণ অংশের রাস্তার ইটের সলিং তুলে খোয়া বানিয়ে ব্রিজের উত্তর পাশে রাস্তায় দেয় এবং সেখানে কিছু বালু ফেলে। গত বর্ষায় এখানে কাদা হয়েছে। এখন রাস্তায় ধুলোর মোটা স্তর পড়েছে। মোটরসাইকেল ঠেলে নিতেও কষ্ট হয়।’
সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা চয়ন দাস বলেন, ‘এক বছর আগে বাকোশপোল বাজার থেকে ব্রিজ পর্যন্ত খোয়া ঘষে রেখেছে, আর পিচ দেয়নি। কদিন আগে পাথর ফেলেছে।’
খেদাপাড়া ইউপি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অজয় রায় বলেন, ‘চাঁদপুর বাজার থেকে রাস্তার কাজ করার কথা ছিল। সে অনুযায়ী ঠিকাদার ব্রিজের দক্ষিণ অংশে খুঁড়ে কিছু ইট তুলে ফেলেন। পরে দেখা গেছে, কার্যাদেশে বাকোশপোল বাজার থেকে কাজ শুরু করার কথা উল্লেখ আছে। তখন ঠিকাদার বাকোশপোল বাজার থেকে রাস্তা মেপে নদীর উত্তর পাড় পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার বুঝে পেয়েছেন। এ জন্য পরে আর নদীর দক্ষিণ পাশে কাজ হয়নি। ঠিকাদারকে বলে আমি এর সমাধান করে দেব।’
ঠিকাদার মুরাদ বলেন, ‘রাস্তার মাঝখানে একটি ব্রিজ আছে। প্রথমে অফিস থেকে বলা হয়, ব্রিজ বাদে কাজ হবে। এ জন্য আমরা রাস্তা মেপে খুঁড়েছিলাম। পরে কাজে ব্রিজ ধরিয়ে দেওয়া হয়। এ জন্য খোঁড়া কিছু অংশ থেকে গেছে। নির্ধারিত অংশে কার্পেটিং হয়ে গেলে পরে খুঁড়ে রাখা অংশে মাটি ফেলে ঠিক করে দেব।’ তিনি আরও বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়েছে। এ জন্য পিচ দিতে দেরি হয়েছে।
কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এখন কাজ শেষ করলে আমার ১২ লাখ টাকা লোকসান হবে। দ্রুত কাজ শুরু করব।’ উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস বলেন, ‘ঠিকাদারের দোষ না। শুরুতে অফিস থেকে তাঁকে ওই পর্যন্ত মেপে দেওয়া হয়েছিল। বিল দেওয়ার
আগে খুঁড়ে রাখা অংশ সংস্কার করে নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪