মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালের সেতুতে আবার বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের পুরোনো এই সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে দুর্ঘটনার আশঙ্কা করেছেন বন্দরের ব্যবসায়ীরা। সেতুটি সংস্কারের জন্য বারবার আবেদন জানিয়েও কোনো সুফল পাননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালে সেতু নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছরের মধ্যেই সরু সেতুটির রেলিংয়ের একটি অংশ ভেঙে যায়। ২০১৫ সালের দিকে সেতুর সব রেলিং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরবর্তী সময়ে সেতুটির পশ্চিম দিকের পাটাতনে একটি গর্তের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও বন্দরের ব্যবসায়ীরা গর্তের ওপর তক্তা দিয়ে কোনোমতে চলাচল শুরু করেন। গত সপ্তাহে সেতুটির পূর্বদিকের পাটাতনে আরেকটি গর্তের সৃষ্টি হয়েছে।
সোনামদ্দিন বন্দরের ব্যবসায়ী মো. জাহিদ হোসেন বলেন, সোনামদ্দিন বন্দরের সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। মুন্সীরহাট, বাটামারা, সফিপুর নোমরহাটসহ বিভিন্ন এলাকার মানুষের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র সড়কের এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। সেতুতে গর্ত হয়ে এবং রেলিং ভেঙে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে; কিন্তু সংস্কার করা হচ্ছে না। দ্রুত সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বোয়ালিয়া গ্রামের এম এ গফুর মোল্লা বলেন, অনেক দিন আগে নির্মিত সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙা সেতু দিয়ে প্রতিদিন কয়েক শ লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছে। চলতি বছরের ৮ মার্চ একটি ইজিবাইক সেতুতে উল্টে পড়ে দুজন আহত হয়েছেন। এ ছাড়া সরু সেতু দিয়ে ব্যবসায়ীদের পণ্য পরিবহনে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বন্দরের ব্যবসায়ী আলমাছ উদ্দীন জানান, সেতুতে বর্তমানে দুটি বড় গর্ত রয়েছে। এ ছাড়া অনেকগুলো ফাটল সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে ভাঙা জায়গা গাছ-বাঁশ দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি আরও বাড়ছে। এ ছাড়া সেতুটি ঘেঁষে একটি ভবন নির্মাণ করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। দ্রুত সেতুটি সংস্কার করা প্রয়োজন।
সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালের সেতুটি সংস্কারের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে চাহিদা দেওয়া হয়েছে। এ ছাড়া ওখানে ঢালাই সেতু নির্মাণের জন্য মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান জানান, সেতু নির্মাণের জন্য বরিশাল নির্বাহী প্রকৌশল দপ্তরে চাহিদাপত্র দেওয়া আছে। বরাদ্দ পেলে সোনামদ্দিন বন্দর খালে দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে।
মুলাদীতে সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালের সেতুতে আবার বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের পুরোনো এই সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে দুর্ঘটনার আশঙ্কা করেছেন বন্দরের ব্যবসায়ীরা। সেতুটি সংস্কারের জন্য বারবার আবেদন জানিয়েও কোনো সুফল পাননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালে সেতু নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছরের মধ্যেই সরু সেতুটির রেলিংয়ের একটি অংশ ভেঙে যায়। ২০১৫ সালের দিকে সেতুর সব রেলিং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরবর্তী সময়ে সেতুটির পশ্চিম দিকের পাটাতনে একটি গর্তের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও বন্দরের ব্যবসায়ীরা গর্তের ওপর তক্তা দিয়ে কোনোমতে চলাচল শুরু করেন। গত সপ্তাহে সেতুটির পূর্বদিকের পাটাতনে আরেকটি গর্তের সৃষ্টি হয়েছে।
সোনামদ্দিন বন্দরের ব্যবসায়ী মো. জাহিদ হোসেন বলেন, সোনামদ্দিন বন্দরের সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। মুন্সীরহাট, বাটামারা, সফিপুর নোমরহাটসহ বিভিন্ন এলাকার মানুষের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র সড়কের এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। সেতুতে গর্ত হয়ে এবং রেলিং ভেঙে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে; কিন্তু সংস্কার করা হচ্ছে না। দ্রুত সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বোয়ালিয়া গ্রামের এম এ গফুর মোল্লা বলেন, অনেক দিন আগে নির্মিত সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙা সেতু দিয়ে প্রতিদিন কয়েক শ লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছে। চলতি বছরের ৮ মার্চ একটি ইজিবাইক সেতুতে উল্টে পড়ে দুজন আহত হয়েছেন। এ ছাড়া সরু সেতু দিয়ে ব্যবসায়ীদের পণ্য পরিবহনে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বন্দরের ব্যবসায়ী আলমাছ উদ্দীন জানান, সেতুতে বর্তমানে দুটি বড় গর্ত রয়েছে। এ ছাড়া অনেকগুলো ফাটল সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে ভাঙা জায়গা গাছ-বাঁশ দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকি আরও বাড়ছে। এ ছাড়া সেতুটি ঘেঁষে একটি ভবন নির্মাণ করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। দ্রুত সেতুটি সংস্কার করা প্রয়োজন।
সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, সোনামদ্দিন বন্দরসংলগ্ন খালের সেতুটি সংস্কারের জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে চাহিদা দেওয়া হয়েছে। এ ছাড়া ওখানে ঢালাই সেতু নির্মাণের জন্য মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান জানান, সেতু নির্মাণের জন্য বরিশাল নির্বাহী প্রকৌশল দপ্তরে চাহিদাপত্র দেওয়া আছে। বরাদ্দ পেলে সোনামদ্দিন বন্দর খালে দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪