গফরগাঁও প্রতিনিধি
গফরগাঁওয়ে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী মারুফা হত্যার ঘটনায় মামলা দায়েরের ১০ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা গত ৩০ ডিসেম্বর গফরগাঁও থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে কেউ গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ২৯ ডিসেম্বর গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে আগুনে পোড়ানো অবস্থায় মারুফা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন ভোর ৪টার দিকে মারুফা ছোট বোন রহিমাকে ঘুম থেকে তুলে বাথরুমের জন্য ঘর থেকে বের হয়।
পরে মারুফার বাবা মজিবুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে আশপাশে খোঁজ শুরু করেন। এর ঘণ্টাখানেক পর বাড়ি থেকে ৪০০ মিটার উত্তরে একটি বাঁশঝাড় থেকে মারুফার আগুনে পোড়া মৃতদেহ খুঁজে পান।
মারুফার বাবা মুজিবুর রহমান বলেন, ‘ঘটনার পর কয়েক দিন বাড়িতে পুলিশ আইসা খোঁজখবর নিয়া গেছে। আমরা কইতে পারি না, কীভাবে মাইয়া পুইড়া মরল। পুলিশ কিছু না করলে আমরা কী করুম।’
কদমরসুলপর গ্রামের আনিসুর রহমান বলেন, ‘মারুফা হত্যার ঘটনায় ১০ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে আমাদের আক্ষেপ রয়েছে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হয়েছে। এ মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার জোর তদন্ত চলছে।’
এ বিষয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, ‘ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ, জেলা গোয়েন্দা সংস্থাসহ একাধিক টিম কাজ করছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করে গ্রেপ্তার করা যায়নি।’
গফরগাঁওয়ে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী মারুফা হত্যার ঘটনায় মামলা দায়েরের ১০ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা গত ৩০ ডিসেম্বর গফরগাঁও থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে কেউ গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ২৯ ডিসেম্বর গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের কদমরসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে আগুনে পোড়ানো অবস্থায় মারুফা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন ভোর ৪টার দিকে মারুফা ছোট বোন রহিমাকে ঘুম থেকে তুলে বাথরুমের জন্য ঘর থেকে বের হয়।
পরে মারুফার বাবা মজিবুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে আশপাশে খোঁজ শুরু করেন। এর ঘণ্টাখানেক পর বাড়ি থেকে ৪০০ মিটার উত্তরে একটি বাঁশঝাড় থেকে মারুফার আগুনে পোড়া মৃতদেহ খুঁজে পান।
মারুফার বাবা মুজিবুর রহমান বলেন, ‘ঘটনার পর কয়েক দিন বাড়িতে পুলিশ আইসা খোঁজখবর নিয়া গেছে। আমরা কইতে পারি না, কীভাবে মাইয়া পুইড়া মরল। পুলিশ কিছু না করলে আমরা কী করুম।’
কদমরসুলপর গ্রামের আনিসুর রহমান বলেন, ‘মারুফা হত্যার ঘটনায় ১০ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে আমাদের আক্ষেপ রয়েছে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হয়েছে। এ মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার জোর তদন্ত চলছে।’
এ বিষয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, ‘ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ, জেলা গোয়েন্দা সংস্থাসহ একাধিক টিম কাজ করছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করে গ্রেপ্তার করা যায়নি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে