জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও অগ্নিমহড়া

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০৮: ১৮
আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ৩৮

‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে নীলফামারী, দিনাজপুর ও গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

নীলফামারী: দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম।

ডিমলা: সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

দিনাজপুর: সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট স্কুল গিয়ে শেষ হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

বিরল: উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

ফুলবাড়ী: দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার।

বীরগঞ্জ: উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ বটমূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

হিলি: দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় সরকারি কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ প্রমুখ।

গাইবান্ধা: সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে সমবেত হয়। পরে বিদ্যালয় চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

ফুলছড়ি: সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান সরকার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত