বিনোদন ডেস্ক
অন্যের সমালোচনা করতে সিদ্ধহস্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের কাজের চেয়ে অন্যের দোষ ধরতেই যেন বেশি আগ্রহী তিনি। বলিউডের অধিকাংশ তারকাই তাঁর নিশানায় এসেছেন। রাজনীতিতেও তিনি প্রকাশ্যেই বিজেপির সমর্থক। নিয়মিত কংগ্রেস নেতাদের তির্যক বাক্যবাণও নিক্ষেপ করেন। অথচ এবার তিনি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেই অভিনয় করবেন। প্রথমে জয়ললিতা, তারপর ইন্দিরা গান্ধী, বোঝাই যাচ্ছে রাজনীতির মাঠ কাঁপানো রাজনীতিবিদদের চরিত্র করতে কঙ্গনার বেশ উৎসাহ।
কঙ্গনা রনৌতের শেষ সিনেমা ‘ধাকড়’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটি মোট খরচের ১০ শতাংশ বক্স অফিস থেকে তুলতে পারেনি। তবে সেসব ভুলে কঙ্গনা মন দিয়েছেন পরিচালনায়।
তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইমারজেন্সি’। সিনেমাটির প্রযোজনাও করছেন কঙ্গনা, করেছেন অভিনয়ও। সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে।
১৯৭৫ সালের ২৫ জুন। ভারতজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। সেই সময়টাই পর্দায় ফুটিয়ে তোলা হবে। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই সিনেমা। বরং এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরা হবে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক সিনেমা, যা নতুন প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে সাহায্য করবে।’
গতকাল প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক ও টিজার। কঙ্গনার ইন্দিরা গান্ধীর লুক প্রশংসা পেয়েছে। ইন্দিরা গান্ধী কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন—সবই কঙ্গনা রপ্ত করেছেন প্রায় বছরখানেকের প্রস্তুতিতে। বলার অপেক্ষা রাখে না, ব্যক্তিগত জীবন যতটাই সমালোচিত হোক, কঙ্গনা ভারতের মোস্ট ভার্সেটাইল অভিনেত্রীদের একজন।
ইন্দিরা গান্ধীর লুক তৈরির জন্য হলিউড থেকে অস্কারজয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কিকে আনা হয়েছে ভারতে। ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমার জন্য ২০১৮ সালে বাফটা ও অস্কার জিতেছেন ডেভিড মালিনস্কি। কঙ্গনা বলেন, ‘এক বছর সিনেমাটি নিয়ে কাজ করতে করতে বুঝতে পারলাম, এটা আমার চেয়ে ভালো আর কেউ বানাতে পারবে না।’
‘ইমারজেন্সি’ মুক্তি পাবে আগামী বছর ফেব্রুয়ারিতে।
অন্যের সমালোচনা করতে সিদ্ধহস্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের কাজের চেয়ে অন্যের দোষ ধরতেই যেন বেশি আগ্রহী তিনি। বলিউডের অধিকাংশ তারকাই তাঁর নিশানায় এসেছেন। রাজনীতিতেও তিনি প্রকাশ্যেই বিজেপির সমর্থক। নিয়মিত কংগ্রেস নেতাদের তির্যক বাক্যবাণও নিক্ষেপ করেন। অথচ এবার তিনি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেই অভিনয় করবেন। প্রথমে জয়ললিতা, তারপর ইন্দিরা গান্ধী, বোঝাই যাচ্ছে রাজনীতির মাঠ কাঁপানো রাজনীতিবিদদের চরিত্র করতে কঙ্গনার বেশ উৎসাহ।
কঙ্গনা রনৌতের শেষ সিনেমা ‘ধাকড়’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটি মোট খরচের ১০ শতাংশ বক্স অফিস থেকে তুলতে পারেনি। তবে সেসব ভুলে কঙ্গনা মন দিয়েছেন পরিচালনায়।
তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইমারজেন্সি’। সিনেমাটির প্রযোজনাও করছেন কঙ্গনা, করেছেন অভিনয়ও। সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে।
১৯৭৫ সালের ২৫ জুন। ভারতজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। সেই সময়টাই পর্দায় ফুটিয়ে তোলা হবে। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই সিনেমা। বরং এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরা হবে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক সিনেমা, যা নতুন প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে সাহায্য করবে।’
গতকাল প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক ও টিজার। কঙ্গনার ইন্দিরা গান্ধীর লুক প্রশংসা পেয়েছে। ইন্দিরা গান্ধী কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন—সবই কঙ্গনা রপ্ত করেছেন প্রায় বছরখানেকের প্রস্তুতিতে। বলার অপেক্ষা রাখে না, ব্যক্তিগত জীবন যতটাই সমালোচিত হোক, কঙ্গনা ভারতের মোস্ট ভার্সেটাইল অভিনেত্রীদের একজন।
ইন্দিরা গান্ধীর লুক তৈরির জন্য হলিউড থেকে অস্কারজয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কিকে আনা হয়েছে ভারতে। ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমার জন্য ২০১৮ সালে বাফটা ও অস্কার জিতেছেন ডেভিড মালিনস্কি। কঙ্গনা বলেন, ‘এক বছর সিনেমাটি নিয়ে কাজ করতে করতে বুঝতে পারলাম, এটা আমার চেয়ে ভালো আর কেউ বানাতে পারবে না।’
‘ইমারজেন্সি’ মুক্তি পাবে আগামী বছর ফেব্রুয়ারিতে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে