Ajker Patrika

কঙ্গনার ইন্দিরা হয়ে ওঠা

বিনোদন ডেস্ক
আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৮: ৪৬
কঙ্গনার ইন্দিরা হয়ে ওঠা

অন্যের সমালোচনা করতে সিদ্ধহস্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের কাজের চেয়ে অন্যের দোষ ধরতেই যেন বেশি আগ্রহী তিনি। বলিউডের অধিকাংশ তারকাই তাঁর নিশানায় এসেছেন। রাজনীতিতেও তিনি প্রকাশ্যেই বিজেপির সমর্থক। নিয়মিত কংগ্রেস নেতাদের তির্যক বাক্যবাণও নিক্ষেপ করেন। অথচ এবার তিনি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেই অভিনয় করবেন। প্রথমে জয়ললিতা, তারপর ইন্দিরা গান্ধী, বোঝাই যাচ্ছে রাজনীতির মাঠ কাঁপানো রাজনীতিবিদদের চরিত্র করতে কঙ্গনার বেশ উৎসাহ।

কঙ্গনা রনৌতের শেষ সিনেমা ‘ধাকড়’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সিনেমাটি মোট খরচের ১০ শতাংশ বক্স অফিস থেকে তুলতে পারেনি। তবে সেসব ভুলে কঙ্গনা মন দিয়েছেন পরিচালনায়।

তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইমারজেন্সি’। সিনেমাটির প্রযোজনাও করছেন কঙ্গনা, করেছেন অভিনয়ও। সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে।

কঙ্গনা রনৌত

১৯৭৫ সালের ২৫ জুন। ভারতজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। সেই সময়টাই পর্দায় ফুটিয়ে তোলা হবে। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই সিনেমা। বরং এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরা হবে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক সিনেমা, যা নতুন প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে সাহায্য করবে।’

গতকাল প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক ও টিজার। কঙ্গনার ইন্দিরা গান্ধীর লুক প্রশংসা পেয়েছে। ইন্দিরা গান্ধী কীভাবে হাঁটতেন, কীভাবে কথা বলতেন—সবই কঙ্গনা রপ্ত করেছেন প্রায় বছরখানেকের প্রস্তুতিতে। বলার অপেক্ষা রাখে না, ব্যক্তিগত জীবন যতটাই সমালোচিত হোক, কঙ্গনা ভারতের মোস্ট ভার্সেটাইল অভিনেত্রীদের একজন।

ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনাইন্দিরা গান্ধীর লুক তৈরির জন্য হলিউড থেকে অস্কারজয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কিকে আনা হয়েছে ভারতে। ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমার জন্য ২০১৮ সালে বাফটা ও অস্কার জিতেছেন ডেভিড মালিনস্কি। কঙ্গনা বলেন, ‘এক বছর সিনেমাটি নিয়ে কাজ করতে করতে বুঝতে পারলাম, এটা আমার চেয়ে ভালো আর কেউ বানাতে পারবে না।’

‘ইমারজেন্সি’ মুক্তি পাবে আগামী বছর ফেব্রুয়ারিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত