Ajker Patrika

‘ভোটকেন্দ্রে যাবেন শুধু ভোটাররা’

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ২২
‘ভোটকেন্দ্রে যাবেন শুধু ভোটাররা’

ফেনী জেলা প্রশাসক বলেছেন, ভোটারদের কোথাও বাধা দেওয়ার সুযোগ নেই। ভোটকেন্দ্রে যাবেন শুধু ভোটাররা, কোনো বহিরাগত যাতে কেন্দ্রে যেতে না পারে সে জন্য প্রশাসনের সবাইকে সক্রিয় থাকতে হবে। সাধারণ জনগণকে বলব, আপনারা নিশ্চিন্ত থাকবেন, কেউ নিষেধ করলে শুনবেন না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবেন।’

গতকাল বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ উল হাসান এসব কথা বলেন। ২৬ ডিসেম্বর ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনসাধারণকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, গায়ের জোরে ভোট নেবেন সেটা ভুলে যান। ভোট কেন্দ্রে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। শুধু ভোটারদের সমর্থন নিয়েই আপনাদের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, যাতে কোনো সমস্যাকে ছোট করে না নেওয়া হয়। সবকিছুর বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। জনগণ যাতে যার যার ভোট দিতে পারে সে জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের স্বচ্ছ থাকার আহ্বান জানান তিনি।

বহিরাগতদের আগমনে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয়। যাতে বহিরাগতরা না আসতে পারে, সে বিষয়ে নিরুৎসাহী হোন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত