মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)
চট্টগ্রামের কর্ণফুলীতে এফভি মাগফেরাত নামের জাহাজডুবির ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার চারজনের লাশ পাওয়া গেছে। গতকাল সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে। লাশগুলোর মধ্যে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের দুটি, নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের একটি এবং বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের একটি রয়েছে।
গতকাল শনিবার ভোরে লাশগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে পরিবারের স্বজনদের কান্নার রোল ও আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তিনটি গ্রামে চলে মাতম। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মন্ডলগাতী ঈদগাহ মাঠে জানাজা শেষে তিনজনের লাশ মন্ডলগাতী গোরস্থানে দাফন করা হয়।
এই তিনজন হলেন উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের মৃত খসরু বিশ্বাসের ছেলে সুরুজ বিশ্বাস (১৯) ও নুরুল মোল্লার ছেলে শিমুল মোল্লা (৩০) এবং নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মণির মোল্লা (২০)।
এ ছাড়া বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজমুল হাসানকে (২৭) নিজ গ্রামে দাফন করা হয়েছে। মন্ডলগাতী গ্রামের নুরুল মোল্লার আরও এক ছেলে জাহিদুল মোল্লা (২৫) এবং একই গ্রামের গোলাম রসুলের ছেলে মহম্মদ হোসেন (৪০) এখনো নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবার দাবি করেছে।
এফভি মাগফেরাত ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হন মহম্মদপুরের ছয় ব্যক্তি। তাঁদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়। এদিকে এ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল। এই নিয়ে সাত জনের মরদেহ উদ্ধার করা হলো।
শনিবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশনের দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরী (৫৫)।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের রুবেল এবং একই উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রবিউল ইসলাম রয়েছেন। জাহাজ থেকে বেঁচে ফেরা নিহত মণির মোল্লার ভাই রবিউল ইসলাম জানান, অল্প সময়ের মধ্যেই জাহাজটি ডুবে যায়। প্রাণে বেঁচে গেলেও ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বারবার কেঁদে উঠছিলেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, সহোদর শিমুল ও জাহিদুল, মণির, সুরুজ, নাজমুল এবং মহম্মদ হোসেনের বাড়িতে মাতম চলছে। পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে পাগলপ্রায়। কেউ কেউ মূর্ছা যাচ্ছেন।
মন্ডলগাতী গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘মন্ডলগাতী গ্রামের নিহত দুজন এবং পার্শ্ববর্তী খলিশাখালী গ্রামের নিহত একজনের জানাজা একই সঙ্গে মন্ডলগাতী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে সারিবদ্ধভাবে কাঁধে করে তাঁদের তিনজনের মরদেহ মন্ডলগাতী গোরস্থানে দাফন করা হয়েছে।’
পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী বলেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া উচিত।’ মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘এ ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো নয়। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সাধ্যমতো সহযোগিতা করা হবে।’
চট্টগ্রামের কর্ণফুলীতে এফভি মাগফেরাত নামের জাহাজডুবির ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার চারজনের লাশ পাওয়া গেছে। গতকাল সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে। লাশগুলোর মধ্যে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের দুটি, নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের একটি এবং বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের একটি রয়েছে।
গতকাল শনিবার ভোরে লাশগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে পরিবারের স্বজনদের কান্নার রোল ও আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তিনটি গ্রামে চলে মাতম। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মন্ডলগাতী ঈদগাহ মাঠে জানাজা শেষে তিনজনের লাশ মন্ডলগাতী গোরস্থানে দাফন করা হয়।
এই তিনজন হলেন উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের মৃত খসরু বিশ্বাসের ছেলে সুরুজ বিশ্বাস (১৯) ও নুরুল মোল্লার ছেলে শিমুল মোল্লা (৩০) এবং নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মণির মোল্লা (২০)।
এ ছাড়া বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজমুল হাসানকে (২৭) নিজ গ্রামে দাফন করা হয়েছে। মন্ডলগাতী গ্রামের নুরুল মোল্লার আরও এক ছেলে জাহিদুল মোল্লা (২৫) এবং একই গ্রামের গোলাম রসুলের ছেলে মহম্মদ হোসেন (৪০) এখনো নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবার দাবি করেছে।
এফভি মাগফেরাত ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হন মহম্মদপুরের ছয় ব্যক্তি। তাঁদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়। এদিকে এ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল। এই নিয়ে সাত জনের মরদেহ উদ্ধার করা হলো।
শনিবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশনের দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরী (৫৫)।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের রুবেল এবং একই উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রবিউল ইসলাম রয়েছেন। জাহাজ থেকে বেঁচে ফেরা নিহত মণির মোল্লার ভাই রবিউল ইসলাম জানান, অল্প সময়ের মধ্যেই জাহাজটি ডুবে যায়। প্রাণে বেঁচে গেলেও ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বারবার কেঁদে উঠছিলেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, সহোদর শিমুল ও জাহিদুল, মণির, সুরুজ, নাজমুল এবং মহম্মদ হোসেনের বাড়িতে মাতম চলছে। পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে পাগলপ্রায়। কেউ কেউ মূর্ছা যাচ্ছেন।
মন্ডলগাতী গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, ‘মন্ডলগাতী গ্রামের নিহত দুজন এবং পার্শ্ববর্তী খলিশাখালী গ্রামের নিহত একজনের জানাজা একই সঙ্গে মন্ডলগাতী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে সারিবদ্ধভাবে কাঁধে করে তাঁদের তিনজনের মরদেহ মন্ডলগাতী গোরস্থানে দাফন করা হয়েছে।’
পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী বলেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া উচিত।’ মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘এ ক্ষতি পুষিয়ে দেওয়ার মতো নয়। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সাধ্যমতো সহযোগিতা করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে