Ajker Patrika

দেশের হলে এবার সালমানের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের হলে এবার সালমানের সিনেমা

অনেক জল্পনার পর গত মে মাসে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দিয়ে বাংলাদেশে শুরু হয় ভারতীয় সিনেমার প্রদর্শন। শাহরুখের পর এবার দেশের প্রেক্ষাগৃহে আসছেন সালমান খান। ২৫ আগস্ট শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে সালমানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে এন ইউ আহমেদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে সিনেমাটির সেন্সর হয়েছে। হলমালিকদের সঙ্গে কথা বলে আমরা শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমা। গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পায় সালমান অভিনীত সিনেমাটি। যার মধ্যে শুধু ভারতেরই ৪ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশনে ভরপুর এ সিনেমা, ১৬ হাজারেরও বেশি শো চলেছে প্রতিদিন। সালমান খান ছাড়া এতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং প্রমুখ।

চলচ্চিত্রের ১৯ সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। তবে জুড়ে দেওয়া হয় পাঁচটি শর্ত। সে শর্ত মেনেই ১২ মে ৪১টি প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পায় পাঠান। বাংলাদেশে ভালো ব্যবসা করেছিল সিনেমাটি। শাহরুখের পর সালমান খান বাংলাদেশের দর্শককে কতটা হলমুখী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত