আর্জেন্টিনার জয়ে মিছিল, পরে ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৮

আর্জেন্টিনার জয়ে বাকেরগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলনের নেতৃত্বে আনন্দ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পরপরই থানা থেকে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, এটি নিয়মিত বদলি-প্রক্রিয়া।

জানা গেছে, বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়ের পর গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বাকেরগঞ্জের সদর রোডের কয়েক শ আর্জেন্টিনার সমর্থককে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসি একটি আনন্দ মিছিল বের করেন।

যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বুধবার রাতে ওসি আলাউদ্দিন মিলনকে বাকেরগঞ্জ থানা থেকে সরিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। বাকেরগঞ্জ থানার একাধিক সূত্র জানিয়েছে, আর্জেন্টিনার পক্ষে আনন্দ মিছিল করায় তাঁকে বদলি করা হয়েছে।

তবে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, এটি পুলিশের নিয়মিত বদলি। বাকেরগঞ্জে তাঁর দুই বছরের বেশি হওয়ায় বদলি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত