Ajker Patrika

ধর্ষণ মামলায় পরোয়ানা এসআইয়ের বিরুদ্ধে

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩: ২১
ধর্ষণ মামলায় পরোয়ানা এসআইয়ের বিরুদ্ধে

পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধর্ষণ মামলায় কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন। গতকাল রোববার দুপুরে ওই আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই গ্রেপ্তারি পরোয়ানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা শহরের এক বিধবা ২০২০ সালের ৩০ এপ্রিল জমি-সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় ডায়েরি করেন। এর তদন্তে গিয়ে ওই সময় পঞ্চগড় সদর থানায় কর্মরত উপপরিদর্শক আবদুল জলিল ওই বিধবার সঙ্গে সম্পর্কে গড়ে তোলেন।

এরপর তিনি ভুয়া কাবিননামা করে বিধবার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এক সময় বিয়ের কাবিননামা চাইতে গেলে জলিল বিয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে ভুক্তভোগী নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন।

গত ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গতকাল আদালত মামলাটি আমলে নেন এবং ওই উপপরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিধবা বলেন, ‘পুলিশের উপপরিদর্শক আবদুল জলিল ভুয়া কাবিননামা করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। আর কোনো নারী যেন সেবা নিতে গিয়ে ধর্ষণের শিকার না হন, এ জন্য আমি তাঁর শাস্তি দাবি করি।’

পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজার রহমান আজু আজকের পত্রিকাকে জানান, প্রাপ্ত অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আবদুল জলিল বর্তমানে কুড়িগ্রাম সদর থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত