লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের লোহাগাড়ার ৬ ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।
সরেজমিন দেখা গেছে, প্রতিটি পাড়া-মহল্লায়, অলি-গলি ও চায়ের দোকান পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচার করা হচ্ছে। মাইকে বিভিন্ন গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা। এ ছাড়া প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে ভোট কামনা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা এলাকায়-এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন থেকে শুরু করে নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা সরব হচ্ছেন নির্বাচনী মাঠে।
জানা গেছে, ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা। লোহাগাড়ার এই ৯ ইউনিয়নের মধ্যে ৬ ইউপিতে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপিগুলো হলো বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, কলাউজান, পদুয়া ও চরম্বা।
এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর লোহাগাড়া সদর, আধুনগর ও আমিরাবাদ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
চুনতি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জয়নুল আবদিন বলেন, ‘আমি দুবারের নির্বাচিত চেয়ারম্যান। বিগত সময়ে আমি এলাকায় অনেক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চুনতিবাসী আমাকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করবেন।’
চুনতির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘চুনতিবাসীর সেবক হওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিপুল ভোটে জয়লাভ করব। আমি নির্বাচিত হলে চুনতিকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করব।’
পদুয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকতার কামাল পারভেজ বলেন, ‘গণসংযোগ করে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের লোহাগাড়ার ৬ ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।
সরেজমিন দেখা গেছে, প্রতিটি পাড়া-মহল্লায়, অলি-গলি ও চায়ের দোকান পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচার করা হচ্ছে। মাইকে বিভিন্ন গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা। এ ছাড়া প্রার্থীরা সমর্থকদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে ভোট কামনা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা এলাকায়-এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন থেকে শুরু করে নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা সরব হচ্ছেন নির্বাচনী মাঠে।
জানা গেছে, ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা। লোহাগাড়ার এই ৯ ইউনিয়নের মধ্যে ৬ ইউপিতে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপিগুলো হলো বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, কলাউজান, পদুয়া ও চরম্বা।
এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর লোহাগাড়া সদর, আধুনগর ও আমিরাবাদ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
চুনতি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. জয়নুল আবদিন বলেন, ‘আমি দুবারের নির্বাচিত চেয়ারম্যান। বিগত সময়ে আমি এলাকায় অনেক উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চুনতিবাসী আমাকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করবেন।’
চুনতির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘চুনতিবাসীর সেবক হওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিপুল ভোটে জয়লাভ করব। আমি নির্বাচিত হলে চুনতিকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করব।’
পদুয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকতার কামাল পারভেজ বলেন, ‘গণসংযোগ করে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে