Ajker Patrika

পলিথিন ব্যবহার দুই ব্যবসায়ীর জরিমানা

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৫৮
পলিথিন ব্যবহার দুই ব্যবসায়ীর জরিমানা

মির্জাপুরে খাদ্যদ্রব্যে পলিথিনের বস্তা ব্যবহারের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙা রোডে অভিযান চালান। এ সময় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক থাকলেও রাজীব রাইজ এজেন্সির মালিক রাজীব সরকার (২৮) ও একই এলাকার সওদাগর সিকদার পলিথিনের বস্তা ব্যবহার করছেন। এই অপরাধে রাজীব সরকারকে ১০ হাজার ও সওদাগর সিকদারের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত