বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে রাতের আঁধারে প্রায় ৪০০ ড্রাগনগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বাগানের মালিক বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মো. আল-আমিন খন্দকার ৩৫ শতক জমিতে ২ হাজার ড্রাগনের চারা রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। বর্তমানে ড্রাগনগাছে ফুল ও ফল আসতে শুরু করেছে।
আল-আমিন খন্দকার জানান, গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাঁর বাগানের ২০০টি গাছ কেটে ফেলে। বিষয়টি তিনি গ্রামের মাতব্বরদের অবহিত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে দেখেন, বাগানের আরও প্রায় ১৮৪টি ড্রাগনগাছ কাটা।
তিনি বিষয়টি দেবপুর পুলিশ ফাঁড়ি, স্থানীয় ইউপি সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানান।
খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও স্থানীয় ইউপি সদস্য বাগানে উপস্থিত হন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, দুই ধাপে বাগানের ৩৮৪টি গাছ কাটা হয়েছে। এতে ওই কৃষকের ৪ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি বাগানে এসে কাটা গাছগুলো দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করেছি। তিনি জানিয়েছেন, সরকারি সহযোগিতার ব্যবস্থা করবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, এটি একটি অপূরণীয় ক্ষতি। ২০ বছর পর্যন্ত গাছগুলো ফল দিত। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লার বুড়িচংয়ে রাতের আঁধারে প্রায় ৪০০ ড্রাগনগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বাগানের মালিক বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মো. আল-আমিন খন্দকার ৩৫ শতক জমিতে ২ হাজার ড্রাগনের চারা রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। বর্তমানে ড্রাগনগাছে ফুল ও ফল আসতে শুরু করেছে।
আল-আমিন খন্দকার জানান, গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাঁর বাগানের ২০০টি গাছ কেটে ফেলে। বিষয়টি তিনি গ্রামের মাতব্বরদের অবহিত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে দেখেন, বাগানের আরও প্রায় ১৮৪টি ড্রাগনগাছ কাটা।
তিনি বিষয়টি দেবপুর পুলিশ ফাঁড়ি, স্থানীয় ইউপি সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানান।
খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও স্থানীয় ইউপি সদস্য বাগানে উপস্থিত হন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, দুই ধাপে বাগানের ৩৮৪টি গাছ কাটা হয়েছে। এতে ওই কৃষকের ৪ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি বাগানে এসে কাটা গাছগুলো দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানকে অবগত করেছি। তিনি জানিয়েছেন, সরকারি সহযোগিতার ব্যবস্থা করবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, এটি একটি অপূরণীয় ক্ষতি। ২০ বছর পর্যন্ত গাছগুলো ফল দিত। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪