Ajker Patrika

মির্জাপুরের আলমগীর সিআইপি নির্বাচিত

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ৩২
মির্জাপুরের আলমগীর সিআইপি নির্বাচিত

মির্জাপুর উপজেলার বাসিন্দা রাশিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার আলমগীর জলিল বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। প্রবাসী বাংলাদেশি হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সিআইপি নির্বাচিত করে সরকার। গতকাল শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর হাতে সিআইপি সনদ তুলে দেন।

আলমগীর অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের কাউন্সিল চেয়ারম্যান এবং সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়ার সভাপতির দায়িত্বে আছেন। তিনি মির্জাপুর উপজেলার বহরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামের আব্দুস সামাদ মাস্টারের ছেলে। রাশিয়ার বাংলাদেশি কমিউনিটিতে তিনি ‘সবার বন্ধু আলমগীর’ নামে পরিচিত।

আন্তর্জাতিক অভিবাসী দিবসের উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৩টি আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত এনআরবি-সিআইপি তালিকা প্রকাশ করা হয়।

এতে বৈধ চ্যানেলে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে রাশিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার আলমগীর জলিল সিআইপি নির্বাচিত হন। এদিকে মির্জাপুর উপজেলার বাসিন্দা ইঞ্জিনিয়ার আলমগীর জলিল সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত