Ajker Patrika

ক্যানসার শনাক্ত হবে উপসর্গের আগেই

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৭
ক্যানসার শনাক্ত হবে   উপসর্গের আগেই

মরণব্যাধি ক্যানসার শনাক্তে নতুন এক পরীক্ষা চালু করতে যাচ্ছে ব্রিটেন। গতকাল সোমবার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ পরীক্ষার ট্রায়াল শুরু করেছে। গ্রেইলের ‘গ্যালেরি রক্ত পরীক্ষা’ নামক এ প্রক্রিয়ায় উপসর্গ দেখা যাওয়ার আগেই শনাক্ত করা যাবে ৫০ ধরনের ক্যানসার। এটিই হতে যাচ্ছে এ-সংক্রান্ত পর্যবেক্ষণের সবচেয়ে বড় ট্রায়াল। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

এতে একজন ব্যক্তির রক্তের ডিএনএ পর্যবেক্ষণ করে দেখা হবে ক্যানসার আক্রান্ত হওয়া কোনো কোষ থেকে উপাদান এসেছে কি না। এর ফলে কোনো কোষ ক্যানসার আক্রান্ত হওয়ার আগেই জানা যাবে। এতে করে প্রতিবছর এ মরণব্যাধিতে মৃত্যু কমানো সম্ভব হবে।

এনএইচএস বলছে, তারা সারা দেশ থেকে ১ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবীকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আসতে চায়। এদের দৈবচয়ন পদ্ধতিতে বেছে নেওয়া হবে। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক পিটার সাসিয়েনি বলেন, ‘ক্যানসার আক্রান্ত অনেকেই প্রথমে জানতে পারেন না। যখন জানা যায়, তখন অনেক দেরি হয়ে যায়। শেষ ধাপে এসে এ ব্যাপারে জানতে পারেন। আমরা চাচ্ছি গ্যালেরি পরীক্ষাটা ভালোভাবে চালাতে। এতে করে যদি আগেই ক্যানসার শনাক্ত করা যায়, তাহলে অনেকে বেঁচে যাবেন।’

স্বেচ্ছাসেবক হিসেবে যাঁদের নেওয়া হবে, তাঁদের বয়স ৫০-৭৭ বছরের মধ্যে হতে হবে। আগামী ১২ মাস চলবে নমুনা সংগ্রহের কাজ। এনএইচএসের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড জানান, এ পদ্ধতির মাধ্যমে ৭৫ শতাংশ ক্যানসার আগেই শনাক্ত করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত