এবার মাঠে সাবেক ছাত্রনেতা

খান রফিক, বরিশাল
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০৪: ২১
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৩৭

মেহেন্দীগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগে একের পর এক প্ল্যাটফর্ম গড়ে উঠছে। মেহেন্দীগঞ্জে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান বড় মহড়া দিয়েছেন। তাঁকে গণসংবর্ধনা দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ দুটি বিশাল সমাবেশ করে নিজের অবস্থান জানান দেন। সম্প্রতি ওই জনপদে পদচারণ বাড়িয়ে দিয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম। আগামী নির্বাচনে স্থানীয় সাংসদ পংকজ নাথ অনুসারীদের বিরুদ্ধে শক্ত প্ল্যাটফর্ম গড়াই এর লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের এই আসনে সাংসদ পংকজ কোণঠাসা হয়ে পড়ায় অনুসারীরা ছাড়ছেন তাঁকে।

গত সোমবার দুপুর ১২টায় মেহেন্দীগঞ্জে এসে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লন্ডনপ্রবাসী হেমায়েত উদ্দিন খান। নেতা-কর্মীর বিশাল বহর নিয়ে তিনি মেহেন্দীগঞ্জের পাতারহাট মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ মাঠে এক পথসভায় অংশ নেন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের শত শত নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পথসভায় হেমায়েত উদ্দিন খান হিমু বলেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। এ জনপদের কোনো আওয়ামী লীগ নেতা-কর্মীকে আর নির্যাতিত হতে দেব না।

এর আগে মেহেন্দীগঞ্জের দুই কৃতী সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও ঢাকা মহানগরের (দক্ষিণ) আগের কমিটির সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে নিয়ে মেহেন্দীগঞ্জ ও হিজলায় বড় মহড়া করেছেন পংকজবিরোধী নেতা-কর্মীরা।

বর্তমান পরিস্থিতিতে অনেকেই এমপির বলয় ছাড়ছেন। গত ২৮ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন। একইভাবে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মেহেন্দীগঞ্জ পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালও এমপি পংকজ থেকে দূরে থাকছেন।

মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন সাংবাদিকদের বলেন, এমপি হাসানাত ভাই দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের কর্ণধার। তাঁর সঙ্গে দেখা করতেই পারি।

নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, তিনি হিজলা-মেহেন্দীগঞ্জের আসনে একাধিকবার মনোনয়ন চেয়েছেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন নানা প্ল্যাটফর্ম হবেই। তিনি আওয়ামী লীগ নেত্রী শাম্মী ও ছাত্রলীগ নেতা হিমুর আগমনকে ইতিবাচক দাবি করে বলেন, সাংসদ পংকজের বিরুদ্ধে তিনিই প্রথম রুখে দাঁড়িয়েছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথের ঘনিষ্ঠ সহচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, যাঁরা মেহেন্দীগঞ্জের কৃতী সন্তান মহিউদ্দিন ভাইকে নির্বাচনে হারিয়েছেন, তাঁরাই এখন এমপি পংকজকে হারাতে চান। যে কারণে এলাকায় মহড়া দেন। শোনা যায়, মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগের নতুন কমিটি হবে। তাঁদের লক্ষ্য আমাদের আওয়ামী লীগ থেকে বিতাড়িত করা। উপজেলা চেয়ারম্যান লিটনের মতো সুবিধাবাদীরা আরও সুবিধার আশায় নতুন জায়গা খুঁজছেন। তিনি জানান, তাঁরাও নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হিজলা-মেহেন্দীগঞ্জের চিত্র তুলে ধরবেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, নতুন বছরে তাঁদের লক্ষ্য আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে শক্তিশালী করা। সে লক্ষ্যে মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগেরও সম্মেলন করার চিন্তাভাবনা চলছে। ভেদাভেদ ভুলে ওই জনপদে আওয়ামী লীগকে শক্তিশালী করতে চান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত