Ajker Patrika

দুদিন পর সিলসহ এক বস্তা ব্যালট পেপার উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ০০
দুদিন পর সিলসহ এক বস্তা ব্যালট পেপার উদ্ধার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুদিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি স্কুলের কক্ষ থেকে সিলসহ এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পরাজিত এক ইউপি সদস্যের সমর্থকেরা মহাসড়ক অবরোধ করার পর সেখান থেকে ওই পরাজিত সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক বস্তা ব্যালট পেপার উদ্ধার করে থানায় আনা হয়। এরপর পরাজিত সদস্য প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবিতে চান্দাইকোনা বাজার এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। আধা ঘণ্টার ব্যবধানে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল থেকে পরাজিত সদস্য প্রার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাঁদের আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে সব পদের সিলমারা ও সাদা ব্যালটসহ সরঞ্জাম বস্তায় ভরা হয়েছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর ওই বস্তাটি ছিনতাই হয়। সেটিই উদ্ধার করেছে পুলিশ। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ওই দিনই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত