বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। দেশের ‘পটু’র সঙ্গে সিনেপ্লেক্সে দেখা যাবে হলিউডের ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’।নির্মাতা ও একদল অভিনেতার অভিষেকের সিনেমা ‘পটু’
রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চলের জীবনাচরণের গল্প নিয়ে আহমেদ হুমায়ুন বানিয়েছেন ‘পটু’। আহমেদ হুমায়ুন মূলত সংগীত পরিচালক। এই সিনেমা দিয়ে সিনেমা নির্মাণে অভিষেক হচ্ছে তাঁর। পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। গত ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল পটুর। শেষ মুহূর্তে তা পিছিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অবশেষে আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
পটুর নামভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী মানিক। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে মানিক, ইভান সাইর, আফরা শাইয়ারাসহ একদল অভিনেতার। সিনেমায় অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, শোয়েব মনির প্রমুখ। নির্মাতা আহমেদ হুমায়ুন বলেন, ‘পটু আমাদের দেশের গল্পের সিনেমা। গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে রাজশাহীর অনেক শিল্পীকে নিয়ে কাজটি করা হয়েছে; যাঁদের বেশির ভাগ প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন।’
ইভান সাইর বলেন, ‘পটু একদমই অন্য ধরনের একটি সিনেমা। অভিনয়শিল্পী, লোকেশন, নির্মাতা অনেক কিছুই নতুন। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা।’
জঙ্গলের রাজত্ব দখলের লড়াই ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’ সিনেমায় দেখা গেছে অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের বিরুদ্ধে সিজার নামের এক শিম্পাঞ্জি ও তার বাহিনীর ভয়ংকর লড়াই। সাত বছর পর আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’। প্ল্যানেট অব দি অ্যাপেস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা এটি। ওয়েস বলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওয়েন টিগ, ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, পিটার ম্যাকন, উইলিয়াম এইচ ম্যাসি প্রমুখ। আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমাটি।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ট্রেলারের শুরুতেই দেখা যায় সিজার বিকট শব্দে চিৎকার করছে। তার চিৎকার শুনে জঙ্গলে বসবাস করা সাধারণ মানুষদের ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে সবাই ছুটতে থাকে। এরপরই শুরু হয় জঙ্গল থেকে ভয়ংকর শিম্পাঞ্জি বাহিনীকে তাড়িয়ে দেওয়ার মিশন; যে মিশনের দায়িত্বে থাকে আমেরিকান আর্মি ও সোয়াট টিম। মানুষ এবং শিম্পাঞ্জির জঙ্গলের রাজত্ব দখলের যুদ্ধ নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প।
আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। দেশের ‘পটু’র সঙ্গে সিনেপ্লেক্সে দেখা যাবে হলিউডের ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’।নির্মাতা ও একদল অভিনেতার অভিষেকের সিনেমা ‘পটু’
রাজশাহীর প্রত্যন্ত চরাঞ্চলের জীবনাচরণের গল্প নিয়ে আহমেদ হুমায়ুন বানিয়েছেন ‘পটু’। আহমেদ হুমায়ুন মূলত সংগীত পরিচালক। এই সিনেমা দিয়ে সিনেমা নির্মাণে অভিষেক হচ্ছে তাঁর। পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। গত ঈদুল ফিতরে মুক্তির কথা ছিল পটুর। শেষ মুহূর্তে তা পিছিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। অবশেষে আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
পটুর নামভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী মানিক। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে মানিক, ইভান সাইর, আফরা শাইয়ারাসহ একদল অভিনেতার। সিনেমায় অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, শোয়েব মনির প্রমুখ। নির্মাতা আহমেদ হুমায়ুন বলেন, ‘পটু আমাদের দেশের গল্পের সিনেমা। গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে রাজশাহীর অনেক শিল্পীকে নিয়ে কাজটি করা হয়েছে; যাঁদের বেশির ভাগ প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন।’
ইভান সাইর বলেন, ‘পটু একদমই অন্য ধরনের একটি সিনেমা। অভিনয়শিল্পী, লোকেশন, নির্মাতা অনেক কিছুই নতুন। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা।’
জঙ্গলের রাজত্ব দখলের লড়াই ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’ সিনেমায় দেখা গেছে অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের বিরুদ্ধে সিজার নামের এক শিম্পাঞ্জি ও তার বাহিনীর ভয়ংকর লড়াই। সাত বছর পর আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস’। প্ল্যানেট অব দি অ্যাপেস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা এটি। ওয়েস বলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওয়েন টিগ, ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, পিটার ম্যাকন, উইলিয়াম এইচ ম্যাসি প্রমুখ। আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে কিংডম অব দ্য প্ল্যানেট অব দি অ্যাপেস। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমাটি।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ট্রেলারের শুরুতেই দেখা যায় সিজার বিকট শব্দে চিৎকার করছে। তার চিৎকার শুনে জঙ্গলে বসবাস করা সাধারণ মানুষদের ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে সবাই ছুটতে থাকে। এরপরই শুরু হয় জঙ্গল থেকে ভয়ংকর শিম্পাঞ্জি বাহিনীকে তাড়িয়ে দেওয়ার মিশন; যে মিশনের দায়িত্বে থাকে আমেরিকান আর্মি ও সোয়াট টিম। মানুষ এবং শিম্পাঞ্জির জঙ্গলের রাজত্ব দখলের যুদ্ধ নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে